Manoranjan Byapari: হঠাৎ ক্ষমা চাইলেন মনোরঞ্জন ব্যাপারী! বিতর্কের মাঝেই ফের বিরাট পোস্ট, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
পাশাপাশি, এদিন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জির বাড়িতেও ভাঙচুর চলেবলে অভিযোগ। তাঁর স্বামী সুরজিৎ মুখার্জিকে মারধর করা হয়।
কলকাতা: বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে টানাপড়েন৷ তবে এই টানাপড়েন নতুন কিছু নয়৷ হুগলির বলাগড়ের স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর ‘সমস্যা’ দীর্ঘদিনের৷ এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে৷ কবে গত বুধবার আবারও তাঁর বিস্ফোরক পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷
বুধবারের পর বৃহস্পতিবারও ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিধায়ক৷ বলাগড়বাসীর কাছে রীতিমতো ক্ষমা চাইলেন তিনি৷ কিন্তু কেন?
প্রসঙ্গত, এদিন সকালেই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর হওয়ার খবর সামনে আসে৷। কে বা কারা রাতের অন্ধকারে তাঁর কার্যালয়ে ভাঙচুর চালায় তা এখনও জানা যায়নি৷ যদিও সেই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: ২ ফেব্রুয়ারি মাধ্যমিক! তার আগে স্কুলের পরীক্ষা, ১৪ দফা প্রশ্ন নিয়ে তৈরি পর্ষদ
পাশাপাশি, এদিন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জির বাড়িতেও ভাঙচুর চলেবলে অভিযোগ। তাঁর স্বামী সুরজিৎ মুখার্জিকে মারধর করা হয়।
এ সমস্ত ঘটনা প্রসঙ্গে বিধায়ক এদিন বলেন, ‘‘বলেছিলাম আমার উপর হামলা হতে পারে। আমার কথার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই রাত আঁধারে জিরাটের আমার বিধায়ক কার্যালয়ে উপরে হামলা হয়েছে। অফিসের লোকদের মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। দরজা জানালা ভাঙা হয়েছে। আমি তখন কলকাতায়। আমাকে সামনে পেলে হয়ত খুন করে দিত।’’
advertisement
এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি পোস্ট করেন বিক্ষুব্ধ বিধায়ক৷ লেখেন, ‘প্রিয় বলাগড়বাসী, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী- আমি এখন এমন এক নোংরা লড়াইয়ে নামতে বাধ্য হয়েছি যা আমার জনপ্রিয়তার পক্ষে শুভ নয়। একদল অভদ্র অসভ্য বাজে লোকের সঙ্গে লড়তে গিয়ে- তাদের মুখের ভাষা নকল করতে গিয়ে, আমার ভাষা এমনভাবে বদলে গেছে যা মোটেই লেখক সুলভ নয়।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 04, 2024 1:24 PM IST