সমস্ত স্কুলকে এই নির্দেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, প্রতিটি স্কুলের টিচার-ইন-চার্জ বা হেডমাস্টারকে মাথায় দিয়ে একটি স্টুটেন্ড সেফটি ও সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করা হবে৷ দু’মাসে এক বার করে বৈঠকে বসবে এই কমিটি৷ এই কমিটিতে সদস্য হিসাবে থাকবেন হেডমাস্টার অথবা টিচার ইন চার্জ বা চেয়ারম্যান৷
আরও পড়ুন: লালন মৃত্য়ু রহস্য়ে পুলিশের এফআইআর-কে চ্য়ালেঞ্জ, হাইকোর্টে সিবিআই! আজই শুনানি
advertisement
আরও পড়ুন: রাজ্য় সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল, সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি
এ ছাড়া থাকবেন একজন মহিলা শিক্ষক না থাকলে একজন পুরুষ৷ থাকবেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি৷ অভিভাবকদের দু’জন প্রতিনিধি৷ প্রয়োজন অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বা পুলিশের প্রতিনিধি৷
সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগের সংক্রমণ কী ভাবে রোখা যায়, সেই কারণে স্কুল পরিস্কার রাখতে হবে৷ স্কুলের পানীয় জলের নমুনা পরীক্ষা করতে হবে৷ স্কুলের ছাত্র, ছাত্রী ও শিক্ষক-অশিক্ষক কর্মীদের আলাদা শৌচালয় থাকতে হবে৷ যে খানে যেখানে সম্ভব, সেখানে সিসিটিভির ব্যবস্থা করতে হবে৷ এ ছাড়াও স্কুলে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার থাকবে স্কুলে স্কুলে৷