TRENDING:

স্কুলে তৈরি করতে হবে বিশেষ ‘নিরাপত্তা’ কমিটি, বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

Last Updated:

সেখানে বলা হয়েছে, প্রতিটি স্কুলের টিচার-ইন-চার্জ বা হেডমাস্টারকে মাথায় দিয়ে একটি স্টুটেন্ড সেফটি ও সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। ছয় সদস্যের কমিটি হবে। কমিটির কী কাজ হবে, তার জন্য ছ’দফা গাইডলাইন দেওয়া হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগগুলিকে আটকানো থেকে শুরু করে স্কুলের সিসিটিভি বসানো প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করবেই কমিটি। সেভ ড্রাইভ, সেভ লাইফ-এর পাশাপাশি ট্রাফিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু বোর্ডের মাধ্যমে প্রচার করতে হবে স্কুলে। মাসে দু’বার করে বসতে হবে এই কমিটিকে।
advertisement

সমস্ত স্কুলকে এই নির্দেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, প্রতিটি স্কুলের টিচার-ইন-চার্জ বা হেডমাস্টারকে মাথায় দিয়ে একটি স্টুটেন্ড সেফটি ও সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করা হবে৷ দু’মাসে এক বার করে বৈঠকে বসবে এই কমিটি৷ এই কমিটিতে সদস্য হিসাবে থাকবেন হেডমাস্টার অথবা টিচার ইন চার্জ বা চেয়ারম্যান৷

আরও পড়ুন: লালন মৃত্য়ু রহস্য়ে পুলিশের এফআইআর-কে চ্য়ালেঞ্জ, হাইকোর্টে সিবিআই! আজই শুনানি

advertisement

আরও পড়ুন: রাজ্য় সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল, সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি

এ ছাড়া থাকবেন একজন মহিলা শিক্ষক না থাকলে একজন পুরুষ৷ থাকবেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি৷ অভিভাবকদের দু’জন প্রতিনিধি৷ প্রয়োজন অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বা পুলিশের প্রতিনিধি৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগের সংক্রমণ কী ভাবে রোখা যায়, সেই কারণে স্কুল পরিস্কার রাখতে হবে৷ স্কুলের পানীয় জলের নমুনা পরীক্ষা করতে হবে৷ স্কুলের ছাত্র, ছাত্রী ও শিক্ষক-অশিক্ষক কর্মীদের আলাদা শৌচালয় থাকতে হবে৷ যে খানে যেখানে সম্ভব, সেখানে সিসিটিভির ব্যবস্থা করতে হবে৷ এ ছাড়াও স্কুলে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার থাকবে স্কুলে স্কুলে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুলে তৈরি করতে হবে বিশেষ ‘নিরাপত্তা’ কমিটি, বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল