DA case in Supreme Court: রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল, সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি

Last Updated:

এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল।

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট
#দিল্লি: রাজ্য় সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু এই মামলাটি শুনতে রাজি হননি দুই বিচারপতি। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। দুই বিচারপতি জানিয়ে দেন, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন বেঞ্চে মামলাটির শুনানি হবে।
এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল। কিন্তু বিচারপতি মাহেশ্বরী না থাকায় আজ বিচাপতি হৃষিকেশ রায়ের সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিএ মামলাটি শুনবেন বলে ঠিক হয়।
advertisement
advertisement
কিন্তু এ দিন মামলাটি শুনানির জন্য় ওঠা মাত্র বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, তিনি এই মামলা শুনবেন এই খবর প্রকাশ্য়ে আসতেই বিভিন্ন মহলে সরকারি কর্মচারীদের একাংশ অতি উৎসাহিত হয়ে গিয়ে মামলার রায় নিয়ে আপত্তিকর মন্তব্য় করতে শুরু করেছেন। যা আদালতের নজরে এসেছে।
দেশের শীর্ষ আদালতকে নিয়ে এই ধরনের মন্তব্য়ে অত্য়ন্ত রুষ্ট হন বিচারপতি দত্ত। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন বিচারপতি রায়ও। দুই বিচারপতি সহমত হওয়ায় পিছিয়ে যায় শুনানি। প্রসঙ্গত, গত সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন দীপঙ্কর দত্ত।
advertisement
সরকারি কর্মচারীদের কেউ বিরূপ মন্তব্য় করে থাকলে তার জন্য় দুই বিচারপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজ্য় সরকারি কর্মী সংগঠনের দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী মীনাক্ষী অরোরা। তাতেও নিজেদের সিদ্ধান্ত বদল করেননি দুই বিচারপতি। তাঁরা জানিয়ে দেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য় সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DA case in Supreme Court: রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল, সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement