DA case in Supreme Court: রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল, সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল।
#দিল্লি: রাজ্য় সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু এই মামলাটি শুনতে রাজি হননি দুই বিচারপতি। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। দুই বিচারপতি জানিয়ে দেন, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন বেঞ্চে মামলাটির শুনানি হবে।
এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল। কিন্তু বিচারপতি মাহেশ্বরী না থাকায় আজ বিচাপতি হৃষিকেশ রায়ের সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিএ মামলাটি শুনবেন বলে ঠিক হয়।
advertisement
advertisement
কিন্তু এ দিন মামলাটি শুনানির জন্য় ওঠা মাত্র বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, তিনি এই মামলা শুনবেন এই খবর প্রকাশ্য়ে আসতেই বিভিন্ন মহলে সরকারি কর্মচারীদের একাংশ অতি উৎসাহিত হয়ে গিয়ে মামলার রায় নিয়ে আপত্তিকর মন্তব্য় করতে শুরু করেছেন। যা আদালতের নজরে এসেছে।
দেশের শীর্ষ আদালতকে নিয়ে এই ধরনের মন্তব্য়ে অত্য়ন্ত রুষ্ট হন বিচারপতি দত্ত। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন বিচারপতি রায়ও। দুই বিচারপতি সহমত হওয়ায় পিছিয়ে যায় শুনানি। প্রসঙ্গত, গত সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন দীপঙ্কর দত্ত।
advertisement
সরকারি কর্মচারীদের কেউ বিরূপ মন্তব্য় করে থাকলে তার জন্য় দুই বিচারপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজ্য় সরকারি কর্মী সংগঠনের দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী মীনাক্ষী অরোরা। তাতেও নিজেদের সিদ্ধান্ত বদল করেননি দুই বিচারপতি। তাঁরা জানিয়ে দেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য় সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 1:28 PM IST