সূত্রের খবর অনুযায়ী, দুপুর ১২ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে শিয়ালদহ স্টেশনে। প্রসঙ্গত আজ দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল শিয়ালদহের রেল পরিষেবা। তবে আশার কথা ১২ টা থেকেই স্বাভাবিক ভাবে চলবে ট্রেন।
advertisement
প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। শিয়ালদহ মেন শাখায় ১২ কোচের ট্রেন চলাচলের জন্য কাজ চলছে। এই কাজের কারণেই শুক্রবার থেকে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। বাতিল করা হয় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন।
আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ
যাত্রীদের ভোগান্তি কমাতে শনিবার বিশেষ বাস চালানো শুরু করে রাজ্য সরকার। শনিবার রাতে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই সূত্রের খবর।