শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ বিএড কলেজগুলি থেকেই দেওয়া হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে বিএড কলেজগুলির থেকে ফেক সার্টিফিকেট দেওয়ার মতো তথ্য। শিক্ষক প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় এক ধাক্কায় এত সংখ্যক বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয় চলতি বছরে।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার খেল! আগামী ২ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজ্যে রাজ্যে! কী হবে বাংলায়?
advertisement
“আপনারা দেখছেন নিয়োগ দুর্নীতির ঘটনায় কী ভাবে খবর আসছে। বিএড কলেজ থেকে ফেক সার্টিফিকেট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এবার আমাদের কড়া হওয়ার প্রয়োজন ছিল। দুর্নীতি হয়েছে কী হয়নি তা পরবর্তীকালে বিচার ব্যবস্থা বিচার করবে।” এমনটাই বললেন বি এড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়।
খোদ উপাচার্যও স্বীকার করছেন, একাধিক বি এড কলেজ ভুয়ো সার্টিফিকেট দিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে তা উঠে এসেছে। একাধিক বি এড কলেজ ভুয়ো দমকলের সার্টিফিকেট দিচ্ছে, একাধিক বি এড কলেজ শিক্ষকই নেই। আমরা গিয়ে গিয়ে দেখেছি। তবে একইসঙ্গে উপাচার্য জানিয়েছেন, কলেজগুলির কাছে ফের সুযোগ থাকবে বি এড বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন নেওয়ার। আগামী বছর তাদের কাছে সেই সুযোগ থাকবে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
যেভাবে কোলেস্টেরল কমাতে হয়: কোলেস্টেরল বৃদ্ধি আপনার শরীরের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। আসুন আমরা আপনাকে বলি যে কোলেস্টেরল আপনার রক্তে পাওয়া মোমের মতো পদার্থ। আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে তা হার্টে প্রভাব ফেলে। শুধু তাই নয়, কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকও হতে পারে। এছাড়াও কোলেস্টেরল বৃদ্ধির কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।এমন পরিস্থিতিতে আমরা আপনাকে এখানে বলব কোলেস্টেরল বৃদ্ধির কারণে কী কী সমস্যা হতে পারে? আমাদের জানতে দাও.