সিবিআই সূত্রে খবর, জীবন কৃষ্ণ সাহার ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করে সিবিআই আদালতের কাছে। জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে কিছু অডিও ফাইল পাওয়া গিয়েছে। আর মনে করা হচ্ছে কিছু ডিলিট করা হয়েছে। যেই সমস্ত অডিও ক্লিপ জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে পাওয়া গেছে, তা অত্যন্ত গুরত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই। সেই জন্যে ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন জানায় সিবিআই। একশোর বেশি অডিও ফাইল পাওয়া গেছে জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে।
advertisement
আরও পড়ুন: 'এটা কী বলুন তো..', সুকন্যাকে জিজ্ঞেস করে ইডি! উত্তর না মেলাতেই সঙ্গেসঙ্গে গ্রেফতার!
দুটি ফোনের মধ্যে একটি ফোন আগেই খোলা হয়েছিল। যার মধ্যে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যেগুলি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। আরও একটি ফোনও খোলা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।
আরও পড়ুন: মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার! যা বললেন, ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল! ব্যাপক শোরগোল
প্রসঙ্গত মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশির সময় দুটি ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা। এমনটাই অভিযোগ সিবিআইয়ের। সেই ফোন পুকুরের জল ছেঁচে উদ্ধার করে সিবিআই। পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। ফোনে তথ্য নষ্ট করার মধ্যে দিয়ে কাকে বাঁচাতে চাইছিলেন জীবন? প্রশ্ন সিবিআইয়ের। জীবনকে জেরা করে তা জানার চেষ্টা করছে সিবিআই। কোন প্রভাবশালী রয়েছে আড়ালে, জানতে তৎপর সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। জীবনকে চলছে দফায় দফায় জেরা।