TRENDING:

Sayantika Banerjee: সোনার পাতার বাইবেল! সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হোক, বিধানসভায় দৃষ্টি আকর্ষণ সায়ন্তিকার

Last Updated:

গোয়া ছাড়া, এই রাজ্যেই রয়েছে এই ঐতিহাসিক বাইবেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: সোনার পাতার বাইবেল ! ঐতিহাসিক সেই বাইবেল যথাযথ ভাবে রক্ষা করতে রাজ্যের কাছে আবেদন করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার দৃষ্টি আকর্ষণ প্রস্তাবে সায়ন্তিকা জানান, বরাহনগরের পুরনো স্কুল রাজকুমারী গার্লস হাই স্কুলে গিয়ে তাঁর চোখে পড়েছে এই বাইবেলটি। এই দুষ্প্রাপ্য বাইবেলের ইতিহাস জানতে গিয়ে তিনি জানতে পারেন, ‘PRACTICAL AND EXPLANATORY COMMENTARY ON THE NEW TESTAMENT OF THE HOLY BIBLE BY REV EDWARD HENRY BICKERSTETH’ নামে ওই বাইবেলটির মাত্র দুটি কপি রয়েছে এশিয়ায়, বলা ভাল, দুটিই রয়েছে ভারতে। একটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত রাজকুমারী স্কুলের লাইব্রেরিতে, অন্যটি গোয়ার একটি চার্চে।
সোনার পাতার বাইবেল! সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হোক
সোনার পাতার বাইবেল! সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হোক
advertisement

আরও পড়ুন– পথ দুর্ঘটনায় একমাত্র সন্তানের মৃত্যু ! এক ঝটকায় যেন নিঃসীম শূন্যতা নেমে এল চাটোরি রজনীর জীবনে, জেনে নিন জনপ্রিয় এই Food Vlogger-এর বিষয়ে

বইয়ের পাতা সোনা দিয়ে বাঁধানো। তাই তা যথাযথ বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের প্রয়োজন আছে বলে মনে করছেন সায়ন্তিকা। স্পিকারের সামনে দৃষ্টি আকর্ষণ করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পাঠ করেন, ‘‘আজ আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পত্তিকে বাঁচানোর জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যে বিধানসভার প্রতিনিধিত্ব করি, সেই বরানগরে ১৮৬৫ সালের ১৯ মার্চ, রাজকুমারী মেমোরিয়াল গার্লস নামের হাই স্কুলটি মহান সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের অগ্রগণ্য নেতা এবং জনহিতৈষী সেবাব্রত শশীপদ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।’’

advertisement

আরও পড়ুন– রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত! এরপর TT স্টাফ যা করলেন… সমস্ত সীমা অতিক্রম করে গেলেন

যিনি সেই সময় উপেক্ষিত ভারতীয় নারীদের অধিকার এবং উচ্চশিক্ষা সুনিশ্চিত করার লড়াইতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি ইংল্যান্ডের ব্রিস্টলের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মিস মেরি কার্পেন্টারের সংস্পর্শে আসেন। মিস কার্পেন্টার ছিলেন এই স্কুল প্রতিষ্ঠার পেছনে অন্যতম অনুপ্রেরণা। তাঁর আমন্ত্রণ পেয়ে, স্বর্গীয় শশীপদবাবু তার স্ত্রী রাজকুমারী দেবীর সঙ্গে জাহাজে করে ইংল্যান্ডে যান এবং মিস কার্পেন্টার স্বর্গীয় বন্দ্যোপাধ্যায়কে একটি প্রাচীন বাইবেল উপহার দেন যার নাম ‘PRACTICAL AND EXPLANATORY COMMENTARY ON THE NEW TESTAMENT OF THE HOLY BIBLE BY REV EDWARD HENRY BICKERSTETH’।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, এই বিশেষ বাইবেল এশিয়ার মধ্যে মাত্র দু’টি জায়গায় রয়েছে। একটি বরাহনগরে, অন্যটি গোয়ায়। যেহেতু পাতা সোনা দিয়ে বাঁধানো আছে, তাই বিশেষ ভাবে সংরক্ষণের দাবি করেছেন বিধায়ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayantika Banerjee: সোনার পাতার বাইবেল! সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হোক, বিধানসভায় দৃষ্টি আকর্ষণ সায়ন্তিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল