রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত! এরপর TT স্টাফ যা করলেন... সমস্ত সীমা অতিক্রম করে গেলেন

Last Updated:

Bareilly Latest News : ট্রেনটি বরেলি পৌঁছতেই পরিবারটি জিআরপি-র কাছে সাহায্য প্রার্থনা করে। ততক্ষণে দুই মহিলা-সহ তিন জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আপাতত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে গোটা পরিবারটিকে।

রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত!
রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত!
রামবিলাস সাক্সেনা, বরেলি: মহাকুম্ভ থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে ফিরছিল একটি পরিবার। কিন্তু তাঁদের সঙ্গে চরম নৃশংসতার মাত্রা পার করে দিল ট্রেন এবং কোচের কর্মীরা। আসলে দিল্লি যাওয়ার জন্য অযোধ্যা এক্সপ্রেসের টিকিট বুক করেছিল ওই পরিবারটি। কিন্তু সেই ট্রেন বাতিল হয়ে যাওয়ায় তারা রাজধানী এক্সপ্রেস ধরেছিলেন। চেকিং স্টাফ যখন আসেন, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর জরিমানা স্বরূপ ওই পরিবারটির থেকে বড় পরিমাণ টাকা দাবি করেন। কিন্তু পরিবারটি ওই টাকা দিতে চায়নি। এরপরেই টিটি কর্মী নৃশংস ভাবে হামলা চালায় ওই পরিবারটির উপর। এমনটাই অভিযোগ ৷ এমনকী এই অত্যাচার থেকে বাদ যাননি পরিবারের বয়স্ক এবং অন্তঃসত্ত্বা মহিলারাও। রীতিমতো চুলের মুঠি ধরে মাটিতে আছড়ে ফেলে মারধর করা হয়েছে তাঁদের। এরপর ট্রেনটি বরেলি পৌঁছতেই পরিবারটি জিআরপি-র কাছে সাহায্য প্রার্থনা করে। ততক্ষণে দুই মহিলা-সহ তিন জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আপাতত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে গোটা পরিবারটিকে।
এই ঘটনা নৃশংসতার মাত্রা পার করে দিয়েছে। যা ঘটেছিল ডিব্রুগড়-নয়াদিল্লি ২০৫০৫ রাজধানী এক্সপ্রেসে। দিল্লি ছতরপুরের বাসিন্দা ভারত ভূষণ গত ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভ স্নানে গিয়েছিলেন। ভারত ভূষণের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ, বৃদ্ধা মা এবং কন্যারা। বুধবার সকালে প্রয়াগরাজ থেকে লখনউ গিয়েছিলেন ভারত ভূষণ। অযোধ্যা এক্সপ্রেসে চেপে দিল্লি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ট্রেন বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের ফিরতেই হত। সেই কারণে লখনউ থেকে তাঁরা পরিবার নিয়ে ডিব্রুগড় থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন।
advertisement
advertisement
রাজধানী এক্সপ্রেস এরপর লখনউ থেকে চলতে শুরু করে। বরেলি মোরাদাবাদ হয়ে তা দিল্লি পৌঁছয়। অভিযোগ উঠেছে যে, রাজধানী এক্সপ্রেস লখনউ ছেড়ে বেরোনোর পরেই ট্রেনের টিটি স্টাফ আসেন। তখন ভারত ভূষণ তাঁকে গোটা পরিবারের টিকিট করার কথা বলেন। এমনকী, জরিমানাও নেওয়া হয়। এরপর টিটি স্টাফ ভারত ভূষণকে বলেন যে, জরিমানা এবং ঘুষের পরিমাণ মিলিয়ে জনপ্রতি ছিল ৭৫০০ টাকা। পরিবারের সদস্যরা বলেন যে, “আমাদের কাছ থেকে টিকিটের দাম আর জরিমানা নিয়ে নিন। কিন্তু আমরা ঘুষের টাকা দেব না।” এটা শুনে ক্ষেপে যান টিটি স্টাফ। তিনি ভারত ভূষণকে মারধর করতে শুরু করেন। পরিবার তাঁকে বাঁচানোর চেষ্টা করলে বাড়ির মহিলাদের পর্যন্ত ছাড়েননি টিটি। মহিলাদেরও আছড়ে ফেলে মারধর করা হয়। আপাতত বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন ভারত ভূষণ এবং তাঁর পরিবার।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাজধানী এক্সপ্রেসে চেপে বসেছিল গোটা পরিবার, টিকিট চাওয়া হতেই ঝামেলার সূত্রপাত! এরপর TT স্টাফ যা করলেন... সমস্ত সীমা অতিক্রম করে গেলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement