TRENDING:

ফের ভাঙচুর বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা 

Last Updated:

Baguiati Murder || পুরো ঘটনা এখন পুলিশের কাছে পরিষ্কার হওয়ার পরেও কেনো\ পুলিশ নাগাল পাচ্ছে না খুনের মাস্টার মাইন্ড সত্যেন্দ্র চৌধুরীর? ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওঙ্কার সরকার, কলকাতা: বাগুইআটির জোড়া অপহরণ এবং শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী বুধবার রাত পর্যন্ত অধরাই। কে এই সত্যেন্দ্র চৌধুরী? মৃত ছাত্র অতনু দের পরিবারের তরফে অভিযোগ, পুরো ষড়যন্ত্রের মূল পান্ডা  সত্যেন্দ্র। অভিযোগ, এই সত্যেন্দ্রই ২২ আগস্ট দুই পড়ুয়াকে মোটর বাইক কেনানোর নাম করে নিয়ে যায় এবং অতনু দে এবং অভিষেক নস্করকে শ্বাস রোধ করে খুন করে। কিন্তু পুরো ঘটনা এখন পুলিশের কাছে পরিষ্কার হওয়ার পরেও কেন পুলিশ নাগাল পাচ্ছে না খুনের মাস্টার মাইন্ড সত্যেন্দ্র চৌধুরীর? সেই নিয়েই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।
নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
advertisement

সেই  ক্ষোভ থেকেই বুধবার দু-দফায় সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে ভাঙচুর করে এলাকাবাসী। খবর জানাজানি হওয়ার পরেই সেই বাড়িতে হামলা চালায় এলাকার জনতা। ভেঙে দেওয়া হয় সত্যেন্দ্র চৌধুরীর বাড়ির আসবাব ও ঘরের জিনিস পত্র। তবে বুধবার দুপুরেও যখন পুলিশ মূল অভিযুক্তের কোনও খোঁজ পায়নি, তখন ফের উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: 'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই

advertisement

আরও পড়ুন: বাগুইহাটির নৃশংস খুনের ঘটনায় সঞ্জীব-তীর্থঙ্করের স্মৃতি মনে করালেন কুণাল

সত্যেন্দ্র চৌধুরী এবং তার পরিবার যাতে পুনরায় সেই পাড়ায় ফিরে আসতে না পারে সেই জন্যে ঘরের দেওয়াল,  ছাদ, দরজা, জানলা সব ভাঙচুর করা হয়। অন্যদিকে বুধবার দুপুর পর্যন্ত অতনু দের বাড়ির গলিতে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। পুলিশ এলাকায় ঢুকতে চাইলেও মহিলারা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় গলির রাস্তা। পুলিশের বিরুদ্ধে "গো ব্যাক" স্লোগানও শোনা যায় এলাকার মহিলাদের গলায়।

advertisement

আরও পড়ুন:'অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়', মন্ত্রীদের সতর্ক করে বড় নির্দেশ মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এলাকার মহিলাদের একজনের বক্তব্য "কেন এখন পুলিশ আসছে? দোষী সত্যেন্দ্র চৌধুরীকে আগে খুঁজে বের করুক পুলিশ তারপর  যেন তারা আসে৷"  এই এলাকারই বিক্ষোভকারী আরেকজন মহিলা বলেন, "দুর্গা পুজোর আগেই ২ মায়ের কোল খালি হয়েছে শুধু মাত্র পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ার জন্যে, অবিলম্বে সত্যেন্দ্রকে অ্যারেস্ট করে শাস্তি দিতে হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের ভাঙচুর বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল