সেই ক্ষোভ থেকেই বুধবার দু-দফায় সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে ভাঙচুর করে এলাকাবাসী। খবর জানাজানি হওয়ার পরেই সেই বাড়িতে হামলা চালায় এলাকার জনতা। ভেঙে দেওয়া হয় সত্যেন্দ্র চৌধুরীর বাড়ির আসবাব ও ঘরের জিনিস পত্র। তবে বুধবার দুপুরেও যখন পুলিশ মূল অভিযুক্তের কোনও খোঁজ পায়নি, তখন ফের উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: 'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই
advertisement
আরও পড়ুন: বাগুইহাটির নৃশংস খুনের ঘটনায় সঞ্জীব-তীর্থঙ্করের স্মৃতি মনে করালেন কুণাল
সত্যেন্দ্র চৌধুরী এবং তার পরিবার যাতে পুনরায় সেই পাড়ায় ফিরে আসতে না পারে সেই জন্যে ঘরের দেওয়াল, ছাদ, দরজা, জানলা সব ভাঙচুর করা হয়। অন্যদিকে বুধবার দুপুর পর্যন্ত অতনু দের বাড়ির গলিতে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। পুলিশ এলাকায় ঢুকতে চাইলেও মহিলারা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় গলির রাস্তা। পুলিশের বিরুদ্ধে "গো ব্যাক" স্লোগানও শোনা যায় এলাকার মহিলাদের গলায়।
আরও পড়ুন:'অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়', মন্ত্রীদের সতর্ক করে বড় নির্দেশ মমতার
এলাকার মহিলাদের একজনের বক্তব্য "কেন এখন পুলিশ আসছে? দোষী সত্যেন্দ্র চৌধুরীকে আগে খুঁজে বের করুক পুলিশ তারপর যেন তারা আসে৷" এই এলাকারই বিক্ষোভকারী আরেকজন মহিলা বলেন, "দুর্গা পুজোর আগেই ২ মায়ের কোল খালি হয়েছে শুধু মাত্র পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ার জন্যে, অবিলম্বে সত্যেন্দ্রকে অ্যারেস্ট করে শাস্তি দিতে হবে।"