TRENDING:

Sandhya Mukhopadhyay Demise: '' আমায় ফোন করে বলতেন, মমতা একটা গান শোনাও না...কতবার ওঁকে গান শুনিয়েছি'', স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী

Last Updated:

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী! বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে, কিন্তু সফর কাটছাঁট করে আগামিকালই ফিরছেন কলকাতায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিভল সন্ধ্যা-প্রদীপ, চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগ শিল্পীদের শেষ তারকাও! প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর (Sandhya Mukhopadhyay Demise)। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী!
Mamata Bandyopadhyay mourns the death of  Sandhya Mukhopadhyay
Mamata Bandyopadhyay mourns the death of Sandhya Mukhopadhyay
advertisement

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন! পরের দিন, ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর তৎপরতায় গ্রিন করিডর করে কিংবদন্তী শিল্পীকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে! বিকেলে কোভিড রিপোর্ট পজিটিভ এলে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হসপিটালে!

আরও পড়ুন: কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে! সঙ্গীত জগতে সন্ধ্যা নামল, চলে গেলেন গীতশ্রী

advertisement

ধীরে ধীরে শারীরিক উন্নতি হচ্ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের! ফিমার বোনের অস্ত্রোপচারও সফল হয়! আজ, মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সকালে তাঁর রক্তচাপ কমতে শুরু করে, ফলে ভেসোপ্রেসর সাপোর্টে রাখা হয়েছিল। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On Sandhya Mukhopadhyay)! বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে, কিন্তু সফর কাটছাঁট করে আগামিকালই ফিরছেন কলকাতায়! গীতশ্রীর সঙ্গে খুব আদুরে সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর, আজ বারবার চোখ ঝাপসা হয়ে আসছে,স্মৃতিরা ভিড় করছে থেকে-থেকেই! মমতার ভাষায়, '' সন্ধ্যাদি মাঝেমাঝেই আমায় ফোন করে বলতেন, ' মমতা একটা গান শোনাও না!' ভাবুন! নিজে এত ভাল গান, আর আমায় বলতেন গান শোনাতে! কতবার আমায় ওঁকে গান শোনাতে হয়েছে! আমায় বড় ভালবাসতেন সন্ধ্যাদি (Mamata Banerjee On Sandhya Mukhopadhyay)!''

advertisement

আরও পড়ুন: প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়, আমার অগ্রজাকে হারালাম, শোকবার্তায় লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানান, '' দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে 'বঙ্গবিভূষণ', ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' ও ২০১৫ সালে 'ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান' প্রদান করে। এছাড়া তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হন। তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমীর সভাপতিও ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম। আমি সন্ধ্যাদির পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandhya Mukhopadhyay Demise: '' আমায় ফোন করে বলতেন, মমতা একটা গান শোনাও না...কতবার ওঁকে গান শুনিয়েছি'', স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল