এদিন সাবেক টুইটার, বর্তমানে ‘X’-এ একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সেখানে তিনি লেখেন, ‘এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক৷ একজন মহিলা হিসাবে, একদন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের গাইডলাইন মেনে কাজ করেছি৷ সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সেখানে সাহায্য পাঠিয়েছেন..মানুষের ভালর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে৷ আমরা আইনের ঊর্ধ্বে নই৷ সেই কারণে আইন মেনেই আমরা যা করণীয়, তাতে প্রশাসনকে সাহায্য করছি৷’
advertisement
এরপরেই নুসরত লেখেন, ‘আমি আমার সংসদীয় এলাকার মানুষের পাশে সবসময় থেকেছি, সে আনন্দের সময়েই হোক, কী সমস্যার সময়৷ আমার দলের গইডলাইন অনুযায়ীই আমি কাজ করেছি৷ আমার মনে হয় আমাদের রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখা উচিত৷ যেটা অন্যায়, সবসময় তার নিন্দা করা হবে৷ একে অপরকে নিশানা করে লাভ নেইষ বরং একত্রিত হয়ে শান্তি বজায় রাখার লক্ষ্যেই আমাদের এগোতে হবে৷’
নিজের বক্তব্যের শেষে রীতিমতো স্পষ্ট ভাষায় নুসরত লেখেন, ‘মানুষের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রাথমিক কাজ৷ বাকি কে কার বিষয়ে কী বলল, তাতে কিছু এসে যায় না৷ আগেও বলেছি, আবারও বলছি, রাজনীতি করা বন্ধ করুন৷’
প্রসঙ্গত, সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর থেকেই সেখানে তৃণমূল সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিজেপি সুকান্ত-শুভেন্দুরা৷ এরপরে ভ্যালেন্টাইন্স ডে’র দিন স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রেম দিবস থিমের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক৷ বিরোধী দলের নেতারা প্রশ্ন তোলেন, তাঁর সংসদীয় এলাকা সন্দেশখালিতে যখন বিক্ষোভের আগুন জ্বলছে, তখন কোথায় তিনি? অবশেষে, এ বিষয়ে প্রতিক্রিয়া এল নুসরত জাহানের কাছ থেকে৷