TRENDING:

Nusrat Jahan: ‘রাজনীতি করা বন্ধ করুন!,’ বিক্ষোভে জ্বলছে সন্দেশখালি, কোথায় তিনি? অবশেষে উত্তর দিলেন নুসরত জাহান

Last Updated:

এরপরেই নুসরত লেখেন, ‘আমি আমার সংসদীয় এলাকার মানুষের পাশে সবসময় থেকেছি, সে আনন্দের সময়েই হোক, কী সমস্যার সময়৷ আমার দলের গইডলাইন অনুযায়ীই আমি কাজ করেছি৷ আমার মনে হয় আমাদের রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখা উচিত৷ যেটা অন্যায়, সবসময় তার নিন্দা করা হবে৷ একে অপরকে নিশানা করে লাভ নেইষ বরং একত্রিত হয়ে শান্তি বজায় রাখার লক্ষ্যেই আমাদের এগোতে হবে৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নারী নির্যাতনের অভিযোগ৷ দিনের পর দিন জমি দখল করে ভেড়ি তৈরি৷ প্রায় বিনা পারিশ্রমিকে দিনের পর দিন কাজ করানো৷ বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়া থেকে বঞ্চিত রাখা৷ এরকম একাধিক অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অশান্ত দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির৷ দফায় দফায় বিক্ষোভ, জ্বলেছে আগুন৷ কিন্তু, তা সত্ত্বেও একবারের জন্য হলেও নিজের সংসদীয় কেন্দ্র সন্দেশখালিতে পা রাখেননি সেখানকার সাংসদ নুসরত জাহান৷ এতদিন পর্যন্ত কোনও মন্তব্যও করতে দেখা যায়নি তাঁকে৷ এতদিন পরে প্রথমবার সোশ্যাল মিডিয়াতে হলেও প্রকাশ্যে এল তাঁর প্রতিক্রিয়া৷
advertisement

এদিন সাবেক টুইটার, বর্তমানে ‘X’-এ একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সেখানে তিনি লেখেন, ‘এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক৷ একজন মহিলা হিসাবে, একদন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের গাইডলাইন মেনে কাজ করেছি৷ সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সেখানে সাহায্য পাঠিয়েছেন..মানুষের ভালর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে৷ আমরা আইনের ঊর্ধ্বে নই৷ সেই কারণে আইন মেনেই আমরা যা করণীয়, তাতে প্রশাসনকে সাহায্য করছি৷’

advertisement

আরও পড়ুন: ‘শুধু জমি নয়…ভোটও লুট করেছে শাহজাহানেরা,’ সন্দেশখালি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

এরপরেই নুসরত লেখেন, ‘আমি আমার সংসদীয় এলাকার মানুষের পাশে সবসময় থেকেছি, সে আনন্দের সময়েই হোক, কী সমস্যার সময়৷ আমার দলের গইডলাইন অনুযায়ীই আমি কাজ করেছি৷ আমার মনে হয় আমাদের রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখা উচিত৷ যেটা অন্যায়, সবসময় তার নিন্দা করা হবে৷ একে অপরকে নিশানা করে লাভ নেইষ বরং একত্রিত হয়ে শান্তি বজায় রাখার লক্ষ্যেই আমাদের এগোতে হবে৷’

advertisement

নিজের বক্তব্যের শেষে রীতিমতো স্পষ্ট ভাষায় নুসরত লেখেন, ‘মানুষের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রাথমিক কাজ৷ বাকি কে কার বিষয়ে কী বলল, তাতে কিছু এসে যায় না৷ আগেও বলেছি, আবারও বলছি, রাজনীতি করা বন্ধ করুন৷’

আরও পড়ুন: আজ কল্যাণীর AIIMS-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি, তবে উদ্বোধনের আগেই জুড়ে গেল জোরাল বিতর্ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর থেকেই সেখানে তৃণমূল সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিজেপি সুকান্ত-শুভেন্দুরা৷ এরপরে ভ্যালেন্টাইন্স ডে’র দিন স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রেম দিবস থিমের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক৷ বিরোধী দলের নেতারা প্রশ্ন তোলেন, তাঁর সংসদীয় এলাকা সন্দেশখালিতে যখন বিক্ষোভের আগুন জ্বলছে, তখন কোথায় তিনি? অবশেষে, এ বিষয়ে প্রতিক্রিয়া এল নুসরত জাহানের কাছ থেকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan: ‘রাজনীতি করা বন্ধ করুন!,’ বিক্ষোভে জ্বলছে সন্দেশখালি, কোথায় তিনি? অবশেষে উত্তর দিলেন নুসরত জাহান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল