Suvendu Adhikari: ‘শুধু জমি নয়...ভোটও লুট করেছে শাহজাহানেরা,’ সন্দেশখালি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুধু সন্দেশখালি নয়, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী সহ বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় বিশেষ করে হিন্দু ভোটারদের গা-জোয়ারি করে ভোট দিতে দেওয়া হয়নি বলেও এদিন দাবি করে শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘ভোটের দিন শুধুমাত্র আঙুলে কালি লাগিয়ে দেওয়া হত। গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন করতে দেওয়া হয়নি। শুধুমাত্র জমি লুট বা ভোট লুট করাই নয়, গণতন্ত্র লুট করাই শুধু নয়। প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প গরিব মানুষদের জন্য রাজ্যে পাঠিয়েছেন সব লুট করেছে শাহজাহানেরা।’’
কলকাতা: সন্দেশখালিতে পুলিশের অভিযোগ গ্রহণকেন্দ্র খোলা থেকে শাসকনেতাদের ঘনঘন সন্দেশখালি যাওয়াকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘শাহজাহান এবং তাঁর বাহিনী সন্দেশখালিতে না লোকসভা না বিধানসভা কিংবা গত পঞ্চায়েত ভোটেও মানুষকে ভোট দিতে দেয়নি।’’
শুধু সন্দেশখালি নয়, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী সহ বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় বিশেষ করে হিন্দু ভোটারদের গা-জোয়ারি করে ভোট দিতে দেওয়া হয়নি বলেও এদিন দাবি করে শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘ভোটের দিন শুধুমাত্র আঙুলে কালি লাগিয়ে দেওয়া হত। গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন করতে দেওয়া হয়নি। শুধুমাত্র জমি লুট বা ভোট লুট করাই নয়, গণতন্ত্র লুট করাই শুধু নয়। প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প গরিব মানুষদের জন্য রাজ্যে পাঠিয়েছেন সব লুট করেছে শাহজাহানেরা।’’
advertisement
আরও পড়ুন: আজ কল্যাণীর AIIMS-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি, তবে উদ্বোধনের আগেই জুড়ে গেল জোরাল বিতর্ক
তাই এখন পুলিশ কিংবা তৃণমূলীরা গ্রামে গিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেও কোনও লাভ হবে না বলে জানিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য সভাপতি বলেও কটাক্ষ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনও শাহাজাহানকে গ্রেফতার করবেন না।’’ কারণ, শাহজাহানেরা সবকিছু লুট করে আর সেই লুটের ভাগ কালীঘাটে পৌঁছয় বলেও রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
আরও পড়ুন: পরের ছুটিতে চলে যান ভারতের লুকনো সৈকত শহর জামনগরে, যে ১০টি বিষয় আপনাকে চমকে দেব, রইল তার তালিকা
বলাবাহুল্য, সন্দেশখালির বাসিন্দাদের অভিযোগের পাহাড় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খুলে সমস্যা সমাধানের উদ্যোগ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে পাশাপাশি সুজিত বোস, পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতা মন্ত্রীরা ঘনঘন সন্দেশখালি গিয়ে গ্রামবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনে চটজলদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিচ্ছেন। আর একেই কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘এসবই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কোনও লাভ হবে না।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 25, 2024 1:48 PM IST