শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি সহ মহিলাদের সঙ্গে নানান অত্যাচারের অভিযোগকে সামনে দেখে কলকাতায় চলতি মাসের ২৬, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি ধর্না অবস্থানের ডাক দিল রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই এ ব্যাপারে গান্ধি মূর্তির পাদদেশে তিন দিন ধর্না কর্মসূচি পালন করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি।
advertisement
সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব সন্দেশখালি ইস্যুতে কলকাতায় ধর্না অবস্থানে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন বলে খবর। কলকাতায় সন্দেশখালি ইস্যুতে ধর্না অবস্থানে সন্দেশখালির কয়েকজন মহিলা আন্দোলনকারী ও ‘নির্যাতিত’কেও হাজির করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও খবর।
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। নতুন করে দফায় দফায় আন্দোলনের জেরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি নজরে আসছে। আর এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে শাসক দল তথা সরকারকে চাপে রাখার কৌশল এবং রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।