TRENDING:

Salt Lake Case: ‘ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা...’! সল্টলেকে পিটিয়ে খুনে নয়া মোড়, কে এই ম‍্যাডাম? অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কী যোগ?

Last Updated:

Salt Lake Case: সল্টলেকে গৌতম প্রামাণিককে পিটিয়ে খুনের অভিযোগে এবার নতুন মোড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সল্টলেক: সল্টলেকে গৌতম প্রামাণিককে পিটিয়ে খুনের অভিযোগে এবার নতুন মোড়। গৌতম প্রামাণিক অভিযোগ করেন এনজিওর মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই খুন করেছে তার বাবাকে। অন‍্যদিকে এনজিও-এর মালিক বলাকা বিশ্বাস কোনও ভাবেই স্বীকার করছেন না আব্দুল কবির ওনার ড্রাইভার কিনা?
 ‘ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা...’! সল্টলেকে পিটিয়ে খুনে নয়া মোড়, কে এই ম‍্যাডাম? অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কী যোগ?
‘ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা...’! সল্টলেকে পিটিয়ে খুনে নয়া মোড়, কে এই ম‍্যাডাম? অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কী যোগ?
advertisement

বলাকা বিশ্বাস বলেন, ‘‘গৌতম প্রামাণিক আমার কাছে খাবার নিত না, আমিই খাবার দিতাম একদিন পরিচয় হয়েছিল। তখন জেনেছিলাম উনি পশু প্রেমি৷ ও আমি বলেছিলাম আমি খাবার দিতে না পারলে সেদিন তুই যাস৷ তখন ও বলে কিছু টাকা দিলে ভাল হয়৷ তাই বেতন দিতাম।’’

আরও পড়ুন: অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়

advertisement

অন‍্যদিকে গৌতম প্রমাণিকের ছেলে বাবিন প্রামাণিক সন্দেহ ওই এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই তার বাবাকে খুন করেছে। কারণ বাবিনের দাবি প্রায়শই নাকি গৌতম প্রামাণিকের থেকে টাকা ধার চাইত অভিযুক্ত কবির। পাশাপাশি তাঁর অভিযোগের তির বলাকা বিশ্বাসের দিকেও। তিনি বলেন, ‘‘এখন জানি না ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা।’’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বলাকা বিশ্বাসের বাড়িতে পোষ্যদের খাবার দেওয়া ও গাড়ির চালক ছিলেন আব্দুল কবির৷ কোনও একটা ঝামেলা হওয়ার জন্য কাজ থেকে ছাড়িয়ে দেন বলাকা বিশ্বাস পরে এই মৃত গৌতম প্রামাণিককে কাজে নিযুক্ত করেন তিনি। এই রাগেই ১১ তারিখ আব্দুল করিম মহ: সিকেন্দারকে সঙ্গে নিয়ে মারধর করে গৌতম প্রামাণিককে৷ বেকায়দায় মাথার কাছে লাগে। যার ফলে মৃত্যু, পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ধনতেরাসের দিনেই মহাগোচর! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, কুবেরের কৃপায় কপালে শুরু হবে ধনবর্ষা

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের মাঝে প্রাচীন কালীমন্দির, পঞ্চমুণ্ডির আসন! পুজো করতেন রঘু ডাকাত? কোন শক্তিপীঠ
আরও দেখুন

এমনকি এনজিও মালিক যে পরিমাণ খাবার কুকুরের জন্য দিত তা পুরোপুরি কবির গৌতমকে দিত না বলেও অভিযোগ৷ কবীরের সঙ্গে আরও তিন জন ছিল ১১ তারিখ রাতে বলে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ৷ প্রসঙ্গত, মৃত‍্যু ঠিক কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আরও ভালভাবে বোঝা যাবে বলেই জানাচ্ছেন তদন্তকারী কর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Case: ‘ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা...’! সল্টলেকে পিটিয়ে খুনে নয়া মোড়, কে এই ম‍্যাডাম? অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কী যোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল