শুক্রবার সকালেই জানা গিয়েছিল ইডি দফতরে হাজিরা দেবেন সায়নী ঘোষ। সূত্র মারফত এমনই দাবি করা হয়। অবশেষে সত্যিই তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে দাবি করলেন ইডি দফতরে পৌঁছে। ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে সায়নী বলেন, ‘আমি তদন্তে সহযোগিতা করব।
নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম, ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে সহযোগিতা করতেই এসেছি।’
advertisement
আরও পড়ুন: ‘ম্যাডাম’ নেই, কোথায় গেলেন সায়নী ঘোষ? ইডির ডাক আসতেই চমকে ওঠা তথ্য দিলেন কেয়ারটেকার
গত কয়েকদিন ধরে কার্যত লোকচক্ষুর আড়ালে ছিলেন সায়নী। তৃণমূলের দাপুটে এই নেত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না বলে সূত্রের খবর। ফলে আজ তিনি আদৌ ইডি অফিসে যাবেন কি না, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সায়নী ঘোষের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি সকাল পর্যন্ত। শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী।
আরও পড়ুন: সব জল্পনার অবসান, ইডি-র অফিসে কি যাচ্ছেন সায়নী? স্পষ্ট হয়ে গেল শুক্র সকালেই!
সায়নীর বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। সেগুলোর টাকা কোথা থেকে এল? আয়ের উৎস কী? কুন্তলের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই সব বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে নেতা-মন্ত্রী থেকে বড় মাপের নেতৃত্বদের সঙ্গে। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর কী ভূমিকা? সেই বিষয়ে জানতে চায় ইডি।