TRENDING:

রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবায়! দিদির পচা গলা দেহ আগলে দিনের পর দিন বসেছিলেন ভাই-বোন! তার পর?

Last Updated:

রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবায়! পচা গলা দিদির দেহ আগলে বসে ছিলেন ভাই-বোন, মৃতদেহ উদ্ধার! প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দেহে পচন ধরেছে, এবং মৃত্যুর পর কয়েকদিন কেটে গেছে বলেই অনুমান। কেন পরিবার কিছু জানায়নি, মানসিক অবস্থা কেমন ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবারও শহরে এক বিভীষিকাময় ঘটনা। রবিনসন স্ট্রিটের আতঙ্ক আবার ফিরে এলো কসবার হালতু অঞ্চলে। পচা গলা দিদির দেহ আগলে বসে ছিলেন ভাই ও বোন, দীর্ঘ সময় ধরে মৃত্যু গোপন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কসবা হালতুর পরেশ চন্দ্র মজুমদার রোডে।
পচা গলা দিদির দেহ আগলে বসে ছিলেন ভাই ও বোন, দীর্ঘ সময় ধরে মৃত্যু গোপন।
পচা গলা দিদির দেহ আগলে বসে ছিলেন ভাই ও বোন, দীর্ঘ সময় ধরে মৃত্যু গোপন।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭৭ বছর বয়সি পূরবী নস্করের মৃত্যু হয় কয়েকদিন আগেই। তবে তাঁর ভাই ও বোন কেউই তা প্রকাশ্যে আনেননি। মৃতদেহ আগলে বাড়িতেই বসে ছিলেন তাঁরা, এমনকি দুর্গন্ধ বেরোলেও কাউকে জানাননি।

ফুলশয্যার রাতে ঘামতে শুরু করলেন পাত্র! বাবার কাছে দৌড়ে গিয়ে কাঁপা স্বরে বললেন, ‘আমার বউ…’! শুনে মাথায় হাত পরিবারের

advertisement

ঘরে ৩ কন্যা, দম্পতি চাইতেন পুত্রসন্তান! তাই প্ল্যাটফর্মে গিয়েই করলেন এমন এক কাজ…! হাহাকার, ঘাম ছুটল GRP-র!

কসবায় পচা দেহ আগলে বসে ভাই-বোন, এলাকায় চাঞ্চল্য!

ঘটনার কথা সামনে আসে গতকাল সকালে, যখন বাড়িতে কাজ করতে আসেন এক পরিচারিকা। তিনি প্রথম দুর্গন্ধ টের পান এবং খোঁজ করতে গিয়ে দেখেন পূরবীদেবী আর নেই। খবর দেন স্থানীয়দের। পরে প্রতিবেশীরাই কসবা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দেহে পচন ধরেছে, এবং মৃত্যুর পর কয়েকদিন কেটে গেছে বলেই অনুমান। কেন পরিবার কিছু জানায়নি, মানসিক অবস্থা কেমন ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনা স্বভাবতই মনে করিয়ে দিচ্ছে ২০১৫ সালের সেই বহুল চর্চিত রবিনসন স্ট্রিট কাণ্ড, যেখানে পার্থ দে’র ঘর থেকে উদ্ধার হয়েছিল দিদির কঙ্কাল ও দুই পোষ্য কুকুরের মৃতদেহ। পুলিশ তদন্ত চালাচ্ছে। ভাই-বোনের মানসিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবায়! দিদির পচা গলা দেহ আগলে দিনের পর দিন বসেছিলেন ভাই-বোন! তার পর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল