ঘরে ৩ কন্যা, দম্পতি চাইতেন পুত্রসন্তান! তাই প্ল্যাটফর্মে গিয়েই করলেন এমন এক কাজ...! হাহাকার, ঘাম ছুটল GRP-র!

Last Updated:
ঘরে ৩ কন্যা! দম্পতি চাইছিলেন এক পুত্রসন্তান, তার জন্য এমন এক অদ্ভুত কাণ্ড করে ফেললেন রেল স্টেশনে যে শত শত সিসিটিভি ফুটেজ সামনে আসতে লাগল। কুলকিনারা পাচ্ছিলেন না GRP, RPF টিম, তার পর যা জানা গেল! সবাই তাজ্জব!
1/7
স্টেশনের কোলাহলের মধ্যে কি সব দিক খেয়াল রাখা যায়? ভিড়, ট্রেনের আওয়াজ, ব্যস্ত প্ল্যাটফর্ম—এই শহুরে গোলযোগের আড়ালে ঘটে গেল এমন এক ঘটনা, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রেল পুলিশকে।
স্টেশনের কোলাহলের মধ্যে কি সব দিক খেয়াল রাখা যায়? ভিড়, ট্রেনের আওয়াজ, ব্যস্ত প্ল্যাটফর্ম—এই শহুরে গোলযোগের আড়ালে ঘটে গেল এমন এক ঘটনা, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রেল পুলিশকে। (Representative Image :AI Generated)
advertisement
2/7
কে ছিল সেই ছায়ামূর্তি, যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেল শিশুটিকে হাত ধরে নিয়ে যেতে? কেনই বা একটি দম্পতি, যাদের নিজের সংসারে তিনটি কন্যা আছে, এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল? আর সত্যিই কি এ ছিল শুধুই সন্তানের আকাঙ্ক্ষা? নাকি এর আড়ালে আছে আরও কিছু অজানা কাহিনি?
কে ছিল সেই ছায়ামূর্তি, যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেল শিশুটিকে হাত ধরে নিয়ে যেতে? কেনই বা একটি দম্পতি, যাদের নিজের সংসারে তিনটি কন্যা আছে, এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল? আর সত্যিই কি এ ছিল শুধুই সন্তানের আকাঙ্ক্ষা? নাকি এর আড়ালে আছে আরও কিছু অজানা কাহিনি? (Representative Image :AI Generated)
advertisement
3/7
রেলস্টেশনে প্ল্যাটফর্ম নম্বর ৬-এ খেলছিল ৪ বছরের ছোট্ট আরিয়ান। মুহূর্তের ভুলে পরিবারের থেকে আলাদা হয়ে যায় সে। আর ঠিক সেই ফাঁকে, সুযোগের সদ্ব্যবহার করে শিশুটিকে তুলে নিয়ে চম্পট দেয় এক দম্পতি।
রেলস্টেশনে প্ল্যাটফর্ম নম্বর ৬-এ খেলছিল ৪ বছরের ছোট্ট আরিয়ান। মুহূর্তের ভুলে পরিবারের থেকে আলাদা হয়ে যায় সে। আর ঠিক সেই ফাঁকে, সুযোগের সদ্ব্যবহার করে শিশুটিকে তুলে নিয়ে চম্পট দেয় এক দম্পতি। (Representative Image :AI Generated)
advertisement
4/7
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। GRP ও RPF-এর যৌথ তৎপরতায় অবশেষে গ্বালিয়র থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। পুলিশি জেরায় চমকে ওঠে গোটা তদন্তকারী দল। কারণ, শিশুটিকে অপহরণের পেছনে ছিল এক অদ্ভুত ‘ইচ্ছা’—তাদের ছিল তিন কন্যাসন্তান, কিন্তু চাইছিলেন একটি পুত্রসন্তান। তাই চুরির মতো করে তুলে নিয়ে গিয়েছিলেন আরিয়ানকে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। GRP ও RPF-এর যৌথ তৎপরতায় অবশেষে গ্বালিয়র থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। পুলিশি জেরায় চমকে ওঠে গোটা তদন্তকারী দল। কারণ, শিশুটিকে অপহরণের পেছনে ছিল এক অদ্ভুত ‘ইচ্ছা’—তাদের ছিল তিন কন্যাসন্তান, কিন্তু চাইছিলেন একটি পুত্রসন্তান। তাই চুরির মতো করে তুলে নিয়ে গিয়েছিলেন আরিয়ানকে। (Representative Image :AI Generated)
advertisement
5/7
০ জুনের ঘটনা:ঘটনাটি ঘটে ১০ জুন। আরিয়ান খেলতে খেলতে পরিবারের নজর এড়িয়ে পড়ে যায় প্ল্যাটফর্মের এক প্রান্তে। সেই সময়ে উপস্থিত ছিল কমল ও তার স্ত্রী। ছেলে সন্তান না থাকার আক্ষেপে ভুগছিলেন তাঁরা। আর সেই সুযোগেই শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে চলে যান গ্বালিয়র।
১০ জুনের ঘটনা: ঘটনাটি ঘটে ১০ জুন। আরিয়ান খেলতে খেলতে পরিবারের নজর এড়িয়ে পড়ে যায় প্ল্যাটফর্মের এক প্রান্তে। সেই সময়ে উপস্থিত ছিল কমল ও তার স্ত্রী। ছেলে না থাকার আক্ষেপে ভুগছিলেন তাঁরা। আর সেই সুযোগেই শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে চলে যান গ্বালিয়র। (Representative Image :AI Generated)
advertisement
6/7
১৪টি টিম গঠন করে অভিযান:SP GRP অভিষেক বর্মার নেতৃত্বে গঠন করা হয় ১৪টি বিশেষ দল। ২৫০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রযুক্তির সহায়তায় কমল ও তার স্ত্রীর গতিবিধি চিহ্নিত করে ১৬ জুন গ্বালিয়রে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় শিশুটি।
১৪টি টিম গঠন করে অভিযান: SP GRP অভিষেক বর্মার নেতৃত্বে গঠন করা হয় ১৪টি বিশেষ দল। ২৫০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রযুক্তির সহায়তায় কমল ও তার স্ত্রীর গতিবিধি চিহ্নিত করে ১৬ জুন গ্বালিয়রে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় শিশুটি। (Representative Image :AI Generated)
advertisement
7/7
শিশুটিকে ফিরে পেয়ে খুশির জোয়ার বইছে পরিবারে। SP GRP অভিষেক বর্মা নিজে শিশুকে চকলেট দেন। আবারও হাসি ফুটে ওঠে আর্যনের মুখে। GRP এবং RPF-এর দ্রুততা ও নিখুঁত তদন্তই ফিরিয়ে দিল এক নিষ্পাপ প্রাণকে তার মায়ের কোলে।
শিশুটিকে ফিরে পেয়ে খুশির জোয়ার বইছে পরিবারে। SP GRP অভিষেক বর্মা নিজে শিশুকে চকলেট দেন। আবারও হাসি ফুটে ওঠে আর্যনের মুখে। GRP এবং RPF-এর দ্রুততা ও নিখুঁত তদন্তই ফিরিয়ে দিল এক নিষ্পাপ প্রাণকে তার মায়ের কোলে। (Representative Image :AI Generated)
advertisement
advertisement
advertisement