ঘরে ৩ কন্যা, দম্পতি চাইতেন পুত্রসন্তান! তাই প্ল্যাটফর্মে গিয়েই করলেন এমন এক কাজ...! হাহাকার, ঘাম ছুটল GRP-র!
- Published by:Tias Banerjee
Last Updated:
ঘরে ৩ কন্যা! দম্পতি চাইছিলেন এক পুত্রসন্তান, তার জন্য এমন এক অদ্ভুত কাণ্ড করে ফেললেন রেল স্টেশনে যে শত শত সিসিটিভি ফুটেজ সামনে আসতে লাগল। কুলকিনারা পাচ্ছিলেন না GRP, RPF টিম, তার পর যা জানা গেল! সবাই তাজ্জব!
advertisement
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। GRP ও RPF-এর যৌথ তৎপরতায় অবশেষে গ্বালিয়র থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। পুলিশি জেরায় চমকে ওঠে গোটা তদন্তকারী দল। কারণ, শিশুটিকে অপহরণের পেছনে ছিল এক অদ্ভুত ‘ইচ্ছা’—তাদের ছিল তিন কন্যাসন্তান, কিন্তু চাইছিলেন একটি পুত্রসন্তান। তাই চুরির মতো করে তুলে নিয়ে গিয়েছিলেন আরিয়ানকে। (Representative Image :AI Generated)
advertisement
advertisement
advertisement