ফুলশয্যার রাতে ঘামতে শুরু করলেন পাত্র! বাবার কাছে দৌড়ে গিয়ে কাঁপা স্বরে বললেন, 'আমার বউ…'! শুনে মাথায় হাত পরিবারের

Last Updated:
যেন একেবারে সিনেমার চিত্রনাট্য। রামগোপাল নামের এক যুবকের বহুদিনের বিয়ের স্বপ্ন পূরণ হয় অনেক কাঠখড় পুড়িয়ে। কিন্তু বিয়ের পর, কনের পক্ষ থেকে এমন এক ‘সারপ্রাইজ’ আসে যা তাকে তো বটেই, হতবাক করে দেয় গোটা পরিবারকে।
1/8
ঘটে গেল এমন এক ঘটনা, যা শুনে মাথায় হাত পড়েছে সকলের। সুসজ্জিত বিয়ে, আনন্দ-উৎসব, ফুলে ফুলে রাঙানো বাসরঘর—সবই ছিল প্রস্তুত। কিন্তু বিয়ের রাত আসার আগেই এমন 'সারপ্রাইজ' দিল কনে, যা চিরজীবনের দুঃস্বপ্ন হয়ে উঠল বর রামগোপালের জন্য।
ঘটে গেল এমন এক ঘটনা, যা শুনে মাথায় হাত পড়েছে সকলের। সুসজ্জিত বিয়ে, আনন্দ-উৎসব, ফুলে ফুলে রাঙানো বাসরঘর—সবই ছিল প্রস্তুত। কিন্তু বিয়ের রাত আসার আগেই এমন 'সারপ্রাইজ' দিল কনে, যা চিরজীবনের দুঃস্বপ্ন হয়ে উঠল বর রামগোপালের জন্য। (Representative Image: AI Generated) 
advertisement
2/8
বাঁকপুরা গ্রামের যুবক রামগোপালের বিয়ে হচ্ছিল না অনেকদিন ধরে। পরিবার চিন্তিত। হঠাৎ করেই গ্রামে প্রবেশ করেন এক ব্যক্তি, গোকুল ভার্মা। তিনি রামগোপালের বাবাকে একটি মেয়ের ছবি দেখান।
বাঁকপুরা গ্রামের যুবক রামগোপালের বিয়ে হচ্ছিল না অনেকদিন ধরে। পরিবার চিন্তিত। হঠাৎ করেই গ্রামে প্রবেশ করেন এক ব্যক্তি, গোকুল ভার্মা। তিনি রামগোপালের বাবাকে একটি মেয়ের ছবি দেখান। (Representative Image: AI Generated) 
advertisement
3/8
ছবিটি পছন্দ হয় পরিবারের। তারপর গোকুল জানায়, বিয়ের জন্য কনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা চাই।রামগোপালের বাবা পরিবারের গয়না বিক্রি করে কোনও মতে জোগাড় করেন ওই টাকা।
ছবিটি পছন্দ হয় পরিবারের। তারপর গোকুল জানায়, বিয়ের জন্য কনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা চাই। রামগোপালের বাবা পরিবারের গয়না বিক্রি করে কোনও মতে জোগাড় করেন ওই টাকা। (Representative Image: AI Generated) 
advertisement
4/8
গোকুল ও জামনালালের মাধ্যমে ঠিক হয় বিয়ের দিন। ২৩ এপ্রিল, বেওয়ার এর অঞ্জনী লাল মন্দিরে বিয়ে হয় কনে দিব্যা ভাগনানি ও বর রামগোপালের। আদালতের নিয়ম মেনেই হয় বিয়ে। সব রীতিনীতি শেষে রামগোপালের বাবা ২ লক্ষ টাকা তুলে দেন গোকুল ও জামনালালের হাতে।
গোকুল ও জামনালালের মাধ্যমে ঠিক হয় বিয়ের দিন। ২৩ এপ্রিল, বেওয়ার এর অঞ্জনী লাল মন্দিরে বিয়ে হয় কনে দিব্যা ভাগনানি ও বর রামগোপালের। আদালতের নিয়ম মেনেই হয় বিয়ে। সব রীতিনীতি শেষে রামগোপালের বাবা ২ লক্ষ টাকা তুলে দেন গোকুল ও জামনালালের হাতে। (Representative Image: AI Generated) 
advertisement
5/8
বিদায়ের সময় কনে, গোকুল ও জামনালাল জানায় – ‘কনেকে বাথরুমে যেতে হবে।’ এই ফাঁকে পরিবারের লোকজন বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু কয়েক মিনিট, তারপর আধঘণ্টা, তারপর এক ঘণ্টা—কনে আর ফেরে না!
বিদায়ের সময় কনে, গোকুল ও জামনালাল জানায় – ‘কনেকে বাথরুমে যেতে হবে।’ এই ফাঁকে পরিবারের লোকজন বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু কয়েক মিনিট, তারপর আধঘণ্টা, তারপর এক ঘণ্টা—কনে আর ফেরে না! (Representative Image: AI Generated) 
advertisement
6/8
খোঁজ শুরু হয়, দেখা যায় কনে তো পালিয়েই গেছে! গোকুল ও জামনালালও উধাও।তখনই বোঝা যায় – এ এক সুপরিকল্পিত প্রতারণা। ‘লুটেরী দুলহন’—মানে এমন এক ভুয়ো কনে, যারা শুধুমাত্র বিয়ে করে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।
খোঁজ শুরু হয়, দেখা যায় কনে তো পালিয়েই গেছে! গোকুল ও জামনালালও উধাও। তখনই বোঝা যায় – এ এক সুপরিকল্পিত প্রতারণা। ‘লুটেরী দুলহন’—মানে এমন এক ভুয়ো কনে, যারা শুধুমাত্র বিয়ে করে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। (Representative Image: AI Generated) 
advertisement
7/8
রামগোপাল ও তার পরিবার সঙ্গে সঙ্গে বেওয়ার থানায় অভিযোগ দায়ের করে। গোকুল ভার্মা, জামনালাল ভার্মা ও সেই কনে দিব্যা ভাগনানির বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হয়েছে। পুলিশ এখন তিনজনকেই খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।
রামগোপাল ও তার পরিবার সঙ্গে সঙ্গে বেওয়ার থানায় অভিযোগ দায়ের করে। গোকুল ভার্মা, জামনালাল ভার্মা ও সেই কনে দিব্যা ভাগনানির বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হয়েছে। পুলিশ এখন তিনজনকেই খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। (Representative Image: AI Generated) 
advertisement
8/8
এই ঘটনা শুধু এক ব্যক্তির নয়—একটা গোটা সমাজের সতর্কবার্তা। যেখানে বিয়ের নামে চলছে প্রতারণার কারবার, সেখানে সম্পর্ক নয়, চলছে নিছক লেনদেন। প্রেম নয়, পণ নয়, কেবল প্রতারণা।
মধ্যপ্রদেশের রাজগড়ের এই ঘটনা যেন একেবারে সিনেমার চিত্রনাট্য। এই ঘটনা শুধু এক ব্যক্তির নয়—একটা গোটা সমাজের সতর্কবার্তা। যেখানে বিয়ের নামে চলছে প্রতারণার কারবার, সেখানে সম্পর্ক নয়, চলছে নিছক লেনদেন। প্রেম নয়, পণ নয়, কেবল প্রতারণা। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement