এদিকে, সিবিআই মনে করছে, সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানো হলে, অনেক ধোঁয়াশাই কেটে যেতে পারে৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের সঞ্জয় যা জানিয়েছেন, তা কতটা সত্যি কতটা মিথ্যে তা-ও আন্দাজ করা যাবে অনেকটাই৷ কিন্তু, মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা৷ এবার তাই সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানো নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই৷
advertisement
সূত্রের খবর, সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টের সম্মতি সংক্রান্ত শুনানি ভার্চুয়াল করাতে চাইছে সিবিআই৷ ভার্চুয়াল শুনানির অনুমতি পেতে হাইকোর্টে যেতে পারে সিবিআই৷ আগামিকাল, বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
নিরাপত্তার কারণে পলিগ্রাফ পরীক্ষার সম্মতি আদায়ের ভার্চুয়াল শুনানি চেয়ে আজ, বুধবার শিয়ালদা কোর্টে যায় সিবিআই৷ আদালত জানায় এক্ষেত্রে কনসেন্ট বা সম্মতি সই কী ভাবে হবে? হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হবে বলে জানানো হয় শিয়ালদা কোর্টের তরফে৷ তাই আগামিকাল হাইকোর্টে যেতে পারে সিবিআই৷
মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনও আইনজীবী ছিল না। সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি। পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়, যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে। এরপরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট।