নির্ধারিত সময় অনুযায়ী গত ১৪ জানুয়ারি অপারেশনের জন্য বিমলবাবুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে, পরিবারের অভিযোগ, অপারেশন শুরুর কিছুক্ষণ পরই যন্ত্র বিকল হয়ে যায়। এমন পরিস্থিতিতে চিকিৎসা অসমাপ্ত রেখে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে বলেন, “রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যান।”
advertisement
আরজি কর হাসপাতালে অপারেশন টেবিলে যন্ত্র বিকল: রোগীর পরিবারের চরম দুর্ভোগ
এমন ঘটনার পরে বিমলবাবুর পরিবারে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান চাইলেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। সুপার জানিয়েছেন, যন্ত্রটি ঠিক করতে সময় লাগবে এবং রোগীকে রাতেও অন্যত্র স্থানান্তর করা যেতে পারে।
আরও পড়ুন- বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার’! উড়ে এসে মেরে দিল ১০২,৪৫৬ মানুষ…! ভয়ঙ্কর!
বর্তমানে বিমল সরকার ট্রমা কেয়ারের পাঁচতলায় ভর্তি রয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে এই অব্যবস্থাপনা নিয়ে শুধু বিমলবাবুর পরিবার নয়, ট্রমা কেয়ারে থাকা অন্যান্য রোগীর পরিবারও ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, যন্ত্র বিকলের কারণে অনেক রোগীই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন- বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে রাখুন এই ‘এক টুকরো’ কাঠ…! সারাজীবন পরিষ্কার থাকবে জল, অবিশ্বাস্য!
এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।