বাংলাদেশের 'সাইলেন্ট কিলার'! উড়ে এসে মেরে দিল ১০২,৪৫৬ মানুষ...! ভয়ঙ্কর!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশের সাইলেন্ট কিলার নাকি এই উপাদানই! উড়ে এসে লক্ষ মানুষকে মেরেছে সেটিই। শুনলে আঁতকে উঠবেন। দম আটকে আসবে।
advertisement
advertisement
বিষাক্ত বায়ু! এটিকেই 'নীরব ঘাতক' হিসেবে বর্ণনা করা হচ্ছে। বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানে PM2.5-এর পরিমাণ ৭৯.৯ µg/m³, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের তুলনায় ১৫ গুণ বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
CREA-র বায়ু গুণগত বিশ্লেষক ড. জেমি কেলি বলেছেন, বাংলাদেশে বায়ু দূষণের কারণে হাজার হাজার শিশু প্রতিবছর আগাম জন্ম নিচ্ছে। তাদের ওজন কম থাকে। অনেক শিশু জন্মানোর সাথে সাথে মারা যায়। এই সমস্যা সবচেয়ে বেশি দরিদ্র পরিবারগুলিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বায়ু দূষণের কারণে দেশের অর্থনীতি প্রতি বছর বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে।