প্রথমত, অ্যাডমিট কার্ডে কিউআর কোড-এর ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, সেটের পরীক্ষার প্রশ্নপত্রেও কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। যাতে প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যায়। পাশাপাশি সাইবার সিকিউরিটির কথা মাথায় রেখেও প্রশ্নপত্রে এই প্রযুক্তির ব্যবহার করেছিল কলেজ সার্ভিস কমিশন। এছাড়াও কোশ্চেন বুকলেট পরীক্ষার ঘরেই খোলার সিদ্ধান্ত নিয়েছিল কলেজ সার্ভিস কমিশন।
advertisement
আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর পরীক্ষা নেওয়ার ৬০ দিনের মাথাতেই ফল প্রকাশ করতে চায় কমিশন। তার জন্য মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। কমিশন সূত্রে খবর জানোনি মাসের প্রথম সপ্তাহেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। মডেল উত্তরপত্রের নিরিখে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। পরীক্ষার্থীদের থেকে যে মতামত গুলি আসবে সেগুলি নিয়ে কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নেওয়ার পরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হবে।
আরও পড়ুন: সুদক্ষ প্রশাসক ছাড়াও তিনি মানবিক মমতা ডিসেম্বরের শহরে ধরা পড়ল সেই ছবি
চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার পরই কমিশন সেটের ফল প্রকাশ করবে। সে ক্ষেত্রে ১৫ই ফেব্রুয়ারি আগেই কমিশন ফল প্রকাশ করতে পারে। ইতিমধ্যেই ফলপ্রকাশের প্রস্তুতি নিয়েও কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকরা বৈঠকও করেছেন। সেটের ফল প্রকাশের পর অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়