TRENDING:

পয়লা ডিসেম্বর ‘পে ডে’-র জন্য তৈরি দেশ , চাহিদা মেটাতে ৭৮০ কোটি টাকা এল রাজ্যে !

Last Updated:

১ ডিসেম্বর ‘পে ডে’-র দিন চাহিদা মেটাতে পর্যাপ্ত নোটের জোগানের ব্যবস্থা করা হয়েছে বলেই আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে চলছে নোট সমস্যা ৷ নোটের অভাবে এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই ৷  ব্যাঙ্ক ও এটিএমগুলিতে বিশাল লাইন ৷ অধিকাংশ জায়গায় ঝুলছে ‘নো ক্যাশ’-এর বোর্ড ৷ আর টাকা থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণেই টাকা তোলা সম্ভব হচ্ছে ৷ প্রত্যেকেই চিন্তায় ছিলেন নভেম্বর মাসটা তো কোনওক্রমে চালানো গেল, কিন্তু ডিসেম্বরের পয়লা তারিখ কী হবে ? কারণ প্রত্যেকের অ্যাকাউন্টে মাইনে পড়ার পরেই তা তোলার লাইন ব্যাঙ্ক ও এটিএমগুলিতে আরও বড় হবে ! টাকার এই বিপুল চাহিদার জোগান কি সরকার করতে পারবে ? শেষপর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু আশার খবরই পাওয়া গিয়েছে বুধবার ৷ ১ ডিসেম্বর ‘পে ডে’-র দিন চাহিদা মেটাতে পর্যাপ্ত নোটের জোগানের ব্যবস্থা করা হয়েছে বলেই আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement

মাসের পয়লা তারিখ মানুষের টাকার বিপুল চাহিদার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ৭৮০ কোটি টাকা পাঠিয়েছে আরবিআই ৷  তার মধ্যে ১০০ টাকার নোটে ২৮০ কোটি টাকা এবং ২০০০ টাকার নোটে ৫০০ কোটি টাকা এসেছে এরাজ্যে ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও ছাপানো ১০০ টাকার নোট পাঠানো হচ্ছে ৷ মহারাষ্ট্রের নাসিক থেকেও ২০০০ টাকার নোট আসছে ৷ রাজ্যে এসবিআইয়ের ২,৬৬৪টি এটিএম কাজ করবে বলে জানানো হয়েছে ৷ থাকবে ৫০০ ও ২০০০ টাকা নোটের পর্যাপ্ত জোগান ৷ পেনশনভোগীদের জন্য ব্যাঙ্কে আলাদ কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে ৷ চা বাগানের জন্য মোবাইল এটিএম পরিষেবার পাশাপাশি খুচরো টাকাও পর্যাপ্ত পৌঁছে দেওয়া হবে ৷  পেট্রল পাম্প ও আইনক্স মাল্টিপ্লেক্সেও টাকা পাওয়া যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

advertisement

বুধবারই আরবিআই-এর তরফে জানানো হয়েছিল, যেসব গ্রাহক কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্ম পূরণ করেছেন তাঁরা জন ধন অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ বিশেষ কারণ দেখিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের অনুমতি পেলে আরও ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ কেওয়াইসি ফর্মে গ্রাহক তাঁর সমস্ত নথি-তথ্য দিয়ে রাখেন৷ যার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয় ব্যাঙ্কগুলি৷ তবে কেওয়াইসি ফর্ম পূরণ করা না থাকলে গ্রাহকরা মাসে শুধুমাত্র ৫ হাজার টাকা তুলতে পারবেন৷ তবে ৯ নভেম্বরের পর যাঁরা জন ধন অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন শুধু তাঁদের উপরেই এই নিয়ম জারি করা হল ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পয়লা ডিসেম্বর ‘পে ডে’-র জন্য তৈরি দেশ , চাহিদা মেটাতে ৭৮০ কোটি টাকা এল রাজ্যে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল