TRENDING:

Ratan Malakar৷ TMC: মমতার ওয়ার্ডে অস্বস্তি কাটল তৃণমূলের, অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার করছেন রতন

Last Updated:

রতন মালাকার নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সুব্রত বক্সি, মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে কথা বলেন (Ratan Malakar৷ TMC)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুর নির্বাচনে (KMC Elections 2021) বড় অস্বস্তি এড়ালো তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ৭৩ নম্বর থেকেই টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিদায়ী কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar)৷ তাও আবার মুখ্যমন্ত্রীর বৌদি কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ শেষ পর্যন্ত দলের অনুরোধ মেনে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন রতন৷ এ দিন নিজেই এ কথা জানিয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তিন বার কাউন্সিলর নির্বাচিত হওয়া রতন মালাকার (Ratan Malakar Withdraws Nomination)৷
অভিমানী হয়েও দলের অনুরোধ রাখলেন রতন মালাকার৷
অভিমানী হয়েও দলের অনুরোধ রাখলেন রতন মালাকার৷
advertisement

৭৩ নম্বর ওয়ার্ড থেকে রতন মালাকারকে প্রার্থী না করে কাজরী বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছিল তৃণমূল৷ তাতেই ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রতন৷ দলেরই বিদায়ী কাউন্সিলরের এ হেন বিদ্রোহে বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল৷ তার পর থেকেই রতনের মানভঞ্জনের চেষ্টা শুরু হয় দলের তরফে৷

আরও পড়ুন: ডেস্টিনেশন গোয়া! মমতা অভিষেকের জোড়া সফরে কি নতুন সমীকরণের ইঙ্গিত?

advertisement

রতন মালাকার নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সুব্রত বক্সি, মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে কথা বলেন৷ শেষ পর্যন্ত দলের অনুরোধ মেনে নেন অভিমানী রতন৷ এ দিন তিনি জানিয়েছেন, 'অভিমান আর আবেগের বশবর্তী হয়েই মনোনয়ন জমা দিয়েছিলাম৷ সুব্রত বক্সী, মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায় মিলে আমাকে বুঝিয়েছেন৷ আমিও নিজের ভুল বুঝতে পেরেছি৷ যেটুকু পেয়েছি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তাঁর প্রতি আনুগত্য রেখে কাজরী বন্দ্যোপাধ্যায়ের প্রচারে থাকবো।'

advertisement

আরও পড়ুন: ‘‌নের্তৃত্ব স্বর্গ থেকে পাওয়া অধিকার নয়’‌, প্রশান্ত কিশোরের নিশানায় রাহুল! মুখ তবে মমতাই?

কলকাতা পুরসভায় তৃণমূলের অন্যতম পুরনো কাউন্সিলর ছিলেন রতন মালাকার৷ কুড়ি বছরেরও বেশি সময় ধরে কাউন্সিলর থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এর মধ্যে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তিন বার কাউন্সিলর নির্বাচিত হন রতন৷ তার আগে ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

তবে শুধু রতন মালাকার নন, কলকাতা পুরসভার নির্বাচনে ৬৮ নম্বর ওয়ার্ডেও প্রার্থীর মনোনয়ন নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে৷ সেখানে প্রথমে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েও তা বাতিল করে তৃণমূল৷ ৬৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই প্রার্থী করে দল৷ এর প্রতিবাদে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তনিমা চট্টোপাধ্যায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ratan Malakar৷ TMC: মমতার ওয়ার্ডে অস্বস্তি কাটল তৃণমূলের, অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার করছেন রতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল