TRENDING:

'নেত্রী আমার কাছে মায়ের মতো', মমতার ছবি হাতে বিধানসভা থেকে বেরিয়ে বললেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূল সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা৷ কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসম৷ মমতার ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব৷
advertisement

গত ২১ জানুয়ারি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দেন তিনি৷ কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আসেন প্রাক্তন বনমন্ত্রী৷ বিধানসভায় তাঁর নিজের ঘরে থেকে তৃণমূলনেত্রীর ছবিটিই এ দিন নিজের সঙ্গে নিয়ে যান রাজীব৷

সূত্রের খবর, আগামী রবিবারই হাওড়ায় অমিত শাহের সভায় বিজেপি-তে যোগদান করবেন তিনি৷ তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা হলেও কেন দলনেত্রীর ছবি হাতে নিয়ে বেরোলেন? এই প্রশ্নের উত্তরে রাজীব বলেন, 'আমি আগেও বলেছি, আমার দলনেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ৷ আজকেও মাননীয়া নেত্রী আমার কাছে মায়ের মতো৷ তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তাঁর ছবি আমার মাথার পিছনে থাকত৷ এখনও তাঁর ছবি আমার সাথেই থাকবে৷' এ দিনও নেত্রীর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রাজীব৷

advertisement

মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও রাজভবনের বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রাজীব৷ তবে সেদিন অভিমানের সুরেই মমতার বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগও এনেছিলেন তিনি৷ অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই সেচমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

এ দিন অবশ্য রাজীব স্পষ্ট করে দিয়েছেন, নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে চলেছেন তিনি৷ আগামী নির্বাচনে যে তিনি ডোমজুড় থেকেই লড়বেন, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন রাজীব৷ এ দিন তিনি বলেন, নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা সম্ভব নয়৷ রাজীবের কথায়, ' মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক ছত্রছায়াতেই থাকতে হয়৷ নির্দল হয়ে সংসদীয় গণতন্ত্রে মানুষের স্বার্থে কাজ করা যায় না৷' রাজীব জানিয়েছেন, আগামিকাল শনিবার নিজের নতুন সিদ্ধান্তের কথা জানাবেন তিনি৷ সম্ভবত সামাজিক মাধ্যমেই সেকথা ঘোষণা করবেন রাজীব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের 'সবুজ নায়ক'! এই বনাঞ্চল বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ
আরও দেখুন

Abir Ghosal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নেত্রী আমার কাছে মায়ের মতো', মমতার ছবি হাতে বিধানসভা থেকে বেরিয়ে বললেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল