ঝাড়খণ্ড সরকারের জমি অধিগ্রহণ বিল ও ধর্মান্তকরণ আইন প্রত্যাহারের দাবি। সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধে নামে আদিবাসীদের দুই সংগঠন। মালদা, দুই দিনাজপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় রেল অবরোধের জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন ও এক্সপ্রেস ট্রেন। এ-রাজ্যের সঙ্গে উত্তরপূর্বের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম সমস্যায় পড়েন যাত্রীরা। মজুত করা খাবার বা জল ফুরিয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। রেলের তরফে কোথাও শুকনো খাবার দেওয়া হলেও তাতে সমস্যা মেটেনি।ওল্ড মালদহ স্টেশনে আটকে পড়ে পদাতিক এক্সপ্রেস। লখনউয়ের বাসিন্দা এক যাত্রী কর্মসূত্রে থাকেন এনজেপিতে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথেই অঘটন।
advertisement
পুণে থেকে উত্তর-পূর্বে বেড়াতে যাচ্ছিলেন কয়েকজন। পদাতিক এক্সপ্রেসে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন তাঁরাও।
পদাতিক এক্সপ্রেসে খাবার-দাবারে টান , নেই পর্যাপ্ত জল। বাধ্য হয়ে শুকনো খাবার কিনতে বেরোন কেউ কেউ। অসুস্থ আত্মীয় সঙ্গে থাকায় ট্রেনে বসেই রক্তচাপ বাড়ল যাত্রীর।
শিয়ালদহ থেকে এনজেপি ফিরছিলেন তিন বন্ধু। ওল্ড মালদহে স্টেশনে পদাতিক এক্সপ্রেস আটকে থাকার খবরে চিন্তা বাড়ে পরিবারেরও। নিজেদের দুশ্চিন্তার মধ্যেই ফোনে বাড়ির লোককে আশ্বস্ত করেন তাঁরা।
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে হয়রানির শিকার অনেকে।
এর সঙ্গেই মালদহ ও ডালখোলায় ৩৪ নং জাতীয় সড়ক ও অবরোধ হয় দঃ দিনাজপুরের বুনিয়াদপুরে ৫১২ নং জাতীয় সড়কেও অবরোধ হয়। বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন রাস্তা অবরোধ হয়। সড়কপথ অবরূদ্ধ হয়ে পড়ায় যাত্রীদের বিকল্পপথে যাওয়ার সুযোগ আটকে যায়। সাতঘণ্টা পর অবরোধ উঠলেও দিনভার