আরও পড়ুন : বাঙালি সংস্কৃতির মননে রবি ঠাকুর, আজ জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাজারহাট নিউটাউনের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও ক্লিপ ও ট্যুইট বার্তায় কবিগুরুর প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।"
advertisement
একইভাবে রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।"
কেবল বাঙালি নয়, আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তাঁর লেখনিতে, গানে, কবিতায়, দর্শনে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবির ১৬১ তম জন্মজয়ন্তী। আজ দিনভর তাঁরই লেখা গান, গল্পে, কবিতায় কবি-স্মরণ। করোনা আবহে বিধি মেনেই আজ কবিকে শ্রদ্ধা নিবেদন- ‘তোমারে স্মরণ করি আজ এই দারুন দুর্দিনে হে বন্ধু , হে প্রিয়তম’।
আরও পড়ুন : উপকূলে অশনির ভ্রুকুটি! মুখ্যমন্ত্রীর জেলা সফরের সূচিতে রদবদল, ঘোষণা হল নতুন দিনক্ষণ
সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মজয়ন্তী। এদিন সকাল থেকেই রাজারহাট নিউটাউন এর রবীন্দ্র তীর্থে নাচে-গানে আবৃত্তিতে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। হিডকো ম্যানেজিং ডিরেক্টর,এন কে ডি এ এর চেয়ারম্যান দেবাশিস সেন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুরু করেন ' কবি প্রণাম ' এর হিডকো এর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর গোপাল ঘোষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। আগামী ৭ দিন ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে। এছাড়াও আগামিকাল নিউটাউন এর অ্যাকশন এরিয়া ২ তে নতুন কমিউনিটি হলে কবিপ্রণাম অনুষ্ঠিত হবে।