সেই মতো গত মঙ্গলবারই টালা থানা থেকে ঘটনার এফআইআরের সার্টিফায়েড কপি নেন সিবিআইয়ের আধিকারিকেরা৷ পরবর্তী কালে রাতেই দায়ের হয় এফআইআর৷ বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় চলে আসে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ সঙ্গে মেডিক্যাল ও ফরেন্সিক টিম৷ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে৷ তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয় এদিন৷
advertisement
আরও পড়ুন: ‘আপনাদের পায়ে ধরে বলছি,’ এবার সরাসরি আন্দোলনরত চিকিৎসকদের কাছে আর্জি জানালেন মমতা
জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের তদন্তে ২০ সদস্যের একটি সিবিআই দল কাজ করবে৷ জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে এই টিমে৷ রয়েছেন ডিআইজি পদ মর্যাদার অফিসারও৷
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জেরে চিকিৎসকদের প্রতিবাদে অমিল পরিষেবা, চরম ভোগান্তি রোগীদের
এছাড়া, সেন্ট্রাল ফরেন্সিকের ৫ জন দিল্লি থেকে এসেছেন৷ পুরো বিষয়ে নজর রাখছে একজন অ্যাডিশনাল ডিরেক্টর পদ মর্যাদার অফিসার। তদন্তের পুরো বিষয় মনিটরিং হচ্ছে দিল্লি থেকে৷