Mamata Banerjee on R G Kar: ‘আপনাদের পায়ে ধরে বলছি,’ এবার সরাসরি আন্দোলনরত চিকিৎসকদের কাছে আর্জি জানালেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আরজি কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোগান্তির শিকার সাধারণ মানুষ৷ বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে রোগীদের ভিড় চোখে পড়ে।
কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীকে নির্মম অত্যাচার করে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে নিরন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকদের একাংশ৷ চিকিৎসকদের এই আন্দোলন ছড়িয়েছে রাজ্যের বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে৷ রাজ্য সরকারি হাসপাতালগুলিতে ইমারজেন্সি বিভাগ চালু থাকলেও অভিযোগ ব্যাহত হচ্ছে আউটডোর পরিষেবা৷ তার উপরে গত বুধবারই রাজ্যজুড়ে সমস্ত সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা৷
এদিন পরিষেবা স্বাভাবিক করতে নবান্নের নির্দেশে বিশেষ বৈঠকও করেন রাজ্যের স্বাস্থ্য সচিব৷ সেখানে পরিষেবা স্বাভাবিক করতে জেলা আধিকারিকদের নির্দেশ দেন সচিব৷
তারপরে বেহালায় স্বাধীনতা দিবসের প্রাক উদযাপনী অনুষ্ঠানে বক্তৃতা করাকালীনও চিকিৎসকদের কাজে ফেরার জন্য আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘চিকিৎসকদের বলছি, যাঁরা এখনও কাজে যোগ দেননি। ইতিমধ্যেই তিন জন মারা গেছেন। আপনাদের পায়ে ধরে বলছি, অনুগ্রহ করে চিকিৎসাটা করুন। আপনারা চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। আমি আবেদন করে যাচ্ছি সকলের সামনে। পাঁচদিন আন্দোলন করেছেন। এবার মানুষের চিকিৎসা করুন। সিনিয়ররা চিকিৎসা করছেন। সাহায্য করছেন৷’’
আরজি কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোগান্তির শিকার সাধারণ মানুষ৷ বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে রোগীদের ভিড় চোখে পড়ে।
advertisement
আরও পড়ুন: ‘আমি জানি কোনটা আসল আন্দোলন? কোনটা নকল,’ এবার পথে নামবেন মমতা, ঘোষণা তৃণমূলনেত্রীর
কার্যত একই ছবি বাঁকুড়াতেও৷ বুধবার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর খুলেছিল ঠিকই। রোগীরা টিকিট কাউন্টারের সামনে অপেক্ষার লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার দীর্ঘক্ষণ পরেও টিকিট দেওয়া শুরু হয়নি।
উত্তরবঙ্গ ও বাঁকুড়ার মতো রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও ছিল খানিকটা একইরকম ছবি৷
advertisement
এদিনের অনুষ্ঠানে তরুণীর মৃত্যুর ঘটনা নিয়ে বিরোধী বাম-বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও তোলেন মমতা৷ সবশেষে বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোকে বলব, সেবার মন নিয়ে রাজনীতি করুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 14, 2024 8:15 PM IST