কলকাতা বিমানবন্দরে গতকাল, সোমবার রাত থেকেই আটকে কাতার এয়ারওয়েজের যাত্রীরা। কারণ এখনও পর্যন্ত কাতার থেকে কলকাতায় এসে পৌঁছতে পারেনি বিমানটি ৷ কাতারে আমেরিকার এয়ারবেসে হামলার কারণে দোহা থেকে সঠিক সময় বিমানটি রওনা দিতে পারেনি এদিন। কাতার থেকে সেই বিমান কলকাতায় এসে পৌঁছনোর পর এই যাত্রীদের নিয়ে QR ৫৪১ বিমানটি দোহার উদ্দেশ্যে রওনা দিতে পারবে।
advertisement
বিমানবন্দর সুত্রে খবর, দুপুরের আগে সেই বিমান কলকাতা এসে পৌঁছতে পারবে না। বিমান এসে পৌঁছানোর পরেই এই যাত্রীদেরকে নিয়ে নির্দিষ্ট গন্তব্য স্থলে রওনা দেবে যাত্রীরা ৷ ভোর রাত থেকেই এয়ারপোর্টে লাউঞ্জে অপেক্ষা করছেন তাঁরা। বিমানবন্দর সূত্রে খবর, ভোর পাঁচটায় বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মঙ্গলবার ১২টা ৪৫ নাগাদ কলকাতা এসে পৌঁছানোর কথা ৷ তারপরে এই কলকাতা থেকে আটকে থাকা যাত্রীরা কাতারের উদ্দেশ্যে রওনা দিতে পারবে।