TRENDING:

Presidency University: হস্টেল খোলার দাবিতে তুমুল বিক্ষোভ, তালা ভেঙে হস্টেলে ঢুকলেন ছাত্রীরা

Last Updated:

Presidency University: যবে থেকে করোনা অতিমারির কারণে লকডাউন শুরু হয়েছিল, তবে থেকে এখানে হস্টেল পরিষেবা বন্ধ ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের শিরোনামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। ফেরও নতুন করে উঠল হস্টেল ইস্যু। তবে এ বার হিন্দু হস্টেল নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সল্টলেকে অবস্থিত মেয়েদের হস্টেল খোলার দাবিতে বিক্ষোভের আঁচে উত্তপ্ত রইল সল্টলেক চত্ত্বর। শেষে হস্টেলের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে গেলেন পড়ুয়ারা।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রীরা। নিজস্ব চিত্র
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রীরা। নিজস্ব চিত্র
advertisement

সল্টলেকের বিএফ ব্লক, অর্থাৎ সুইমিং পুলের কাছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ছাত্রীদের একটি হস্টেল রয়েছে। যবে থেকে করোনা অতিমারির কারণে লকডাউন শুরু হয়েছিল, তবে থেকে এখানে হস্টেল পরিষেবা বন্ধ ছিল। এর পর ধীরে ধীরে অতিমারির প্রকোপ কমেছে। সরকারি নির্দেশেই খুলে গিয়েছে স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই। কিন্তু পড়ুয়াদের দাবি, কোনও একটি কারণে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে হস্টেল।

advertisement

আরও পড়ুন: হুড খোলা জিপে শত্রুঘ্ন সিনহা, আসানসোল লোকসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ 'তারকা' তৃণমূল প্রার্থীর

পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে, এর আগেও কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছিল পড়ুয়ারা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সোমবার বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তার পর উত্তেজনা চরমে ওঠে যখন ছাত্রীরা তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হস্টেলে প্রবেশ করে।

advertisement

আরও পড়ুন -স্বামীর সঙ্গে রঙ খেলার সময়েই তুমুল ঝগড়া! অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের ভিডিও ভাইরাল

বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছে, আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমাদের রোজই বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। আমাদের থাকার কোনও জায়গা নেই। আমাদের হস্টেলে প্রবেশ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমরা বারবার ডিনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনও স্পষ্ট উত্তর আমাদের দেওয়া হয়নি। বারবার কথা হবে, আমরা চালু করব, কিন্তু কাজে কিছুই হয়নি। আমরা কোনও সমাধান না পাওয়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Anup Chakrabarty

বাংলা খবর/ খবর/কলকাতা/
Presidency University: হস্টেল খোলার দাবিতে তুমুল বিক্ষোভ, তালা ভেঙে হস্টেলে ঢুকলেন ছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল