আরও পড়ুন - লঞ্চ থেকে গঙ্গায় মরণঝাঁপ বাবার, সাক্ষী থাকল দুই ছেলে! শিউরে উঠলেন যাত্রীরা
রাস্তার কুকুরগুলো এলাকার নোংরা করে, এই দাবিতে এলাকারই এক ব্যক্তি বিশ্বপ্ৰিয় রায় সারমেয়দের খাওয়াতে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ। অধ্যাপিকার অভিযোগ, কিছু বাসিন্দাদের নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি করেন বিশ্বপ্ৰিয়। এমনকি বাড়ি থেকে নেমে এসে আশ্রব্য ভাষায় গালিগালাজ করেন। এর পরে তিনি প্রতিবাদ করলে ওই অধ্যাপিকার গায়ের শাল খুলে দিয়ে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ (Assault of a Professor)। এমনকি হাত মচকে দেন ওই বিশ্বপ্ৰিয়। প্রতিবাদ করলে তাঁর স্বামীকে গায়ে হাত তোলা হয় ও মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: হোমের আড়ালেই শিশু পাচারের কারবার, হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের বৌমা সহ ধৃত ৯
গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদে সোচ্চার হন লেডি ব্রেবোর্ন কলেজের ওই অধ্যাপিকা। চিৎপুর থানায় গিয়ে অভিযুক্ত বিশ্বপ্রিয় রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।বিশ্বপ্রিয় রায়কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শিয়ালদহ আদালতে সোমবার পেশ করা হলে ২৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে খবর, ওই দিন নিগৃহীতার ১৬৪ বা গোপন জবান বন্দী নেওয়া হবে।
Arpita Hazra