TRENDING:

Swapan Chakrabarty passed away: প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Swapan Chakrabarty passed away: প্রয়াত শিক্ষাবিদ তথা অধ্যাপক স্বপন চক্রবর্তী। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত শিক্ষাবিদ তথা অধ্যাপক স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty passed away)। এই বছরই করোনায় (Corona) আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
advertisement

মমতা শোক বার্তায় লিখেছেন, "স্বপন চক্রবর্তীর মৃত্যুতে শিক্ষা জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার ও পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty)। চলতি বছরে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়। শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিকেল ৪.৫২ মিনিটে তাঁর মৃত্যু হয় তাঁর। করোনা পরবর্তী (Post Covid problem) সমস্যার জন্যই তাঁর মৃত্যু বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন -অবিলম্বে ইলেকট্রিকের পোস্ট ঢাকা দিতে হবে দুর্যোগের আগে! বিদ্যুৎ দফতরকে জরুরি ভিত্তিতে নির্দেশ মুখ্যসচিবের

স্বপন চক্রবর্তী (Swapan Chakrabarty) ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর জেনারেল ছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটর পদেও কাজ করেছেন। বহুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন স্বপন চক্রবর্তী। সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তাঁর জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন বহু পড়ুয়া থেকে গবেষক। তাই শোকের ছায়া নেমে এসেছে অ্যাকাডেমিক মহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

আরও পড়ুন- ধেয়ে আসছে 'গুলাব'! পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন প্রভাব পড়বে সাইক্লোনের

বাংলা খবর/ খবর/কলকাতা/
Swapan Chakrabarty passed away: প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল