বাংলার বিভিন্ন জেলায় ভাগ হয়ে একশো দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার কাজকর্ম খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বঙ্গ বিজেপির নেতারা হামেশাই কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হন। সম্প্রতি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক নালিশ করেছিলেন শুভেন্দু। দুর্নীতি ও অনিয়ম ইস্যুতে প্রশাসনিক কর্তাদের একাংশের বিরুদ্ধেও সরব হন বিরোধী দলনেতা। মূলত কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের নামে চালানো এবং প্রকল্পের কাজে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি৷ কোন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় কী নামে চালানো হচ্ছে, সেই তালিকাও চিঠির সঙ্গে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা৷
advertisement
আরও পড়ুন - ২০১৯-এর পর বিজেপি, ’২১-এ ফের তৃণমূলে, রাজনীতিতে বর্ণময় চরিত্র অনুব্রতর ভাই সুমিত
আরও পড়ুন - মেগা অভিযানের প্রস্তুতি ? ১৬০ জনকে ১০টি দলে ভাগ করে ইডি আসছে রাজ্যে, থাকবে না ফাঁক
পাঁচ পাতার এই চিঠিতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা একটি প্রকল্পের টাকা অন্য প্রকল্পে রাজ্য সরকার খরচ করছে বলেও গুরুতর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী৷ তৃণমূল নেতাদের পাশাপাশি বিডিও-সহ বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে গুরুতর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী৷ ওই আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তিনি৷
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম এ রাজ্যে হয়ে গিয়েছে বাংলা আবাস যোজনা৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বাংলা গ্রাম সড়ক যোজনা। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার নাম খাদ্য সাথী। প্রধানমন্ত্রী জল যোজনা মিশনের নাম জল স্বপ্ন। তবে শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই নয়, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য পদ্ম নেতারাও কেন্দ্রীয় প্রকল্পে শাসক দল তথা সরকারের দুর্নীতি ও কেন্দ্রীয় বরাদ্দের টাকা নয়ছয়ের বিষয়ে হামেশাই অভিযোগের বোমা ফাটান। আর এবার কেন্দ্রীয় প্রকল্পের নজরদারিতে বাংলায় আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলের অনুসন্ধান রিপোর্ট সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছানোর খবর যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
VENKATESWAR LAHIRI