Enforcement Directorate: মেগা অভিযানের প্রস্তুতি ? ১৬০ জনকে ১০টি দলে ভাগ করে ইডি আসছে রাজ্যে, থাকবে না ফাঁক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Enforcement Directorate: এ বার তদন্তের কাজও দ্রুত শেষ করতে চায় ইডি। সেই কারণেই বাড়ছে তদন্তকারী অফিসারদের সংখ্যা।
#কলকাতা: রাজ্যে কি তবে নতুন করে মেগা অভিযানের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তনদ্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আয়োজন দেখে অন্তত তেমনই মনে হচ্ছে বিশেষজ্ঞ মহলের। কারণ, তদন্তকারী সংস্থার দিল্লি সূত্রে এবার সমস্ত দুর্নীতি মামলায়, যে খানে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে, সেগুলির তদন্তে আলাদা আলাদা মোট ১০টি দল পাঠাচ্ছে ইডি। তাঁরা সমস্ত বিষয়টি নিয়ে তদন্ত করবে নতুন উদ্যমে।
ইডি সূত্রে খবর, নতুন এই পরিকল্পনার আওতায় আসতে চলেছে গরুপাচার থেকে এএসসি দূর্নীতি, কয়লা পাচারের মতো একাধিক বিষয়, যেগুলিতে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে। সেই কারণেই আলাদা আলাদা দশটি দল তৈরি করা হচ্ছে। মোট ১৬০ জন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকছেন। তাঁদের ১৬ জন করে এক-একটি দলে ভাগ করে কাজ করানো হবে। তবে দলের শীর্ষে থাকছেন দিল্লির কোনও উচ্চপদস্থ গোয়েন্দা।
advertisement
advertisement
আরও পড়ুন: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই
কেন এই দলে উচ্চপদস্থ দিল্লির আধিকারিকরা রয়েছেন, তাঁরও নিজস্ব যুক্তি রয়েছে। অনেক সময়েই হয়, এখানকার অফিসারদের হাতে তদন্তের কোনও প্রমাণ এল বা গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হল, সেই সময়ে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের থেকে মতামত নিয়ে তার পর সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণেই দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের রেখে দেওয়া হল এই তদন্তকারী দলগুলিতে। তাঁরা সরাসরি বিভিন্ন ভাবে তদন্তের সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন।
advertisement
আর্থিক লেনদেনের ঘটনায় ইডির অভিযানে বড় সাফল্য আসে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময়। শহরের দুই প্রান্তের দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। তবে শুধু তল্লাশিতে সাফল্য নয়, এ বার তদন্তের কাজও দ্রুত শেষ করতে চায় ইডি। সেই কারণেই বাড়ছে তদন্তকারী অফিসারদের সংখ্যা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 10:12 AM IST