নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু আগে থেকেই ইডি-র রেডারে ছিলেন হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বন্দ্যোপাধ্য়ায়। এমনকি, গত ২০ জানুয়ারি তাঁর বাড়িতে হানাও দিয়েছিল ইডি। সেখানে মিলেছিল টেট-এর ওএমআর শিটের জেরক্স, প্রার্থী তালিকার মতো নথি। এরপরেও একাধিক বার শান্তনুকে তলব করে ইডি। অবশেষে গত সপ্তাহে গ্রেফতারি।
advertisement
শান্তনুর গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য়। সূত্রের খবর, সম্প্রতি জানা গিয়েছে, জেরা চলাকালীন ইডি-র প্রশ্নের উত্তরে এই বহিষ্কৃত তৃণমূল নেতা দাবি করেছেন, তিন যা করেছেন, তা কয়েক জন প্রভাবশালীর নির্দেশে কাজ করেছেন।
এখানেই শেষ নয়। উপরমহল থেকে নির্দেশ আসার পরে বহিষ্কৃত যুবতৃণমূল নেতা তথা নিয়োগ দুর্নীতি কাণ্ডের অপর অভিযুক্ত কুন্তল ঘোষের কাছে সেই নির্দেশ কার্যকর করার হুকুম দিতেন কুন্তল। অর্থাৎ, শান্তনুই ছিলেন কুন্তলের 'বস'।
তবে, শান্তনুর এই 'প্রভাবশালী' তত্ত্ব কতখানি বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী বলতে উনি কাদের বোঝাতে চেয়েছেন, সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডি।
আরও পড়ুন: কালো আলু! দেখেছেন কখনও? এরই এক কিলো বিকোচ্ছে এখন ৫০০ টাকায়
এর পাশাপাশি, জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।