সে ক্ষেত্রে, মার্চ মাসের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর এর সাথে সাথেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে রাজ্যে?
advertisement
যদিও গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২৩, ২৪, ২৭, ২৮-এ ফেব্রুয়ারি ও ১ মার্চ নেওয়া দফায় দফায় ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। কলকাতাতেই নেওয়া হবে এই ইন্টারভিউ। আবেদনকারী চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর
সম্প্রতি টেট-এর ফলপ্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । ফলপ্রকাশ করার পাশাপাশি প্রথম দশ জনের নামের মেধাতালিকাও ঘোষণা করা হয়েছিল ওই দিন। যা এযাবৎকালের মধ্যে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যেই পঞ্চম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ ষষ্ঠ পর্যায়।
সূত্রের খবর, আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে ১০ শতাংশ চাকরিপ্রার্থী ইন্টারভিউতে অনুপস্থিত ছিলেন। ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ মিটে গেলে আর মাত্র কয়েকটি জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউই বাকি থাকবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়