৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে। ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে। তাপস মণ্ডল গত বুধবার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিযোগ করেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এমনকি দুজনকে মুখোমুখি বসিয়ে তাপস ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কুন্তল ঘোষের তরফে সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করে হয়েছে। এবার সেই সম্পর্কিত আরো তথ্য জানতে সিবিআই তাপস মণ্ডলকে ফের তলব করল মঙ্গলবার।
advertisement
আরও পড়ুন: জাকির প্রসঙ্গে মমতা, 'ওকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল'
নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন । যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল গত ৭ জানুয়ারি এজলাসে হাজিরা দেন। তিন জনের নাম চার্জেসিটে ছিল। তাপস মণ্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মণ্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনো রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক।
আরও পড়ুন: লালন কাণ্ডে ২ অফিসার সহ চার জনকে সাসপেন্ড করল সিবিআই
পাল্টা ইডির আইনজীবি জামিনের তীব্র বিরোধীতা করেন। ইডির আইনজীবী আদালতকে জানান, তাপস মণ্ডল অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স এসোসিয়েশন প্রেসিডেন্ট। " নো মানি নো তাপস, নো তাপস নো মানি"। ক্যান্ডিডেট দের থেকে টাকা সংগ্রহ করতো তাপস মন্ডল মানিকের নির্দেশে । ফেসিলিটেটর ছিলেন তাপস। দুর্নীতি সম্পর্কে পুরোটা জানতেন। তাপশ না থাকলে দুর্নীতি হত না।পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাপস মন্ডলকে তলব করেছে ফের নিজাম প্যালেসে। মানিক ভট্টাচাৰ্য অফ লাইনে যে সব ক্যান্ডিডেটদেরকে অফলাইনে রেজিস্ট্রেশন করেছিল তাঁদের লিস্ট সেই সম্পর্কে তাপশ মন্ডল কত খানি জানেন। সেই বিষয়ে ক্যান্ডিডেটদের লিস্ট চাওয়া হয়েছে তাপস মণ্ডলের থেকে। তার বয়ান রেকর্ড করে সিবিআই।