TRENDING:

তৃণমূলের প্রার্থী তালিকায় প্রশান্ত কিশোরের ছায়া? জল্পনা তুঙ্গে

Last Updated:

তাতে এই বার্তাই স্পষ্ট যে প্রার্থী তালিকায় প্রভাব ফেলতে চলেছে প্রশান্ত কিশোরের রিপোর্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাহলে কি ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের তৈরী করা রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত হবে কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা? প্রশ্নটা উঠছেই, কারণ মঙ্গলবার তৃণমূল ভবনে প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, তাতে এই বার্তাই স্পষ্ট যে প্রার্থী তালিকায় প্রভাব ফেলতে চলেছে প্রশান্ত কিশোরের রিপোর্ট। সেক্ষেত্রে এবারের প্রার্থী তালিকায় অনেক কিছু বড় বদল ঘটতেই পারে৷
advertisement

আজকের বৈঠকে সবাইকে একপ্রকার চমকে দিয়েই অভিষেক বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে আপনাদের একটা বড় অংশের সম্পর্কে মানুষের ধারণা খারাপ, অনেকেরই ভাবমূর্তি স্বচ্ছ নয়৷’ সভার শুরুতে এমন কথা শুনে অনেকেরই তখন মুখ শুকিয়ে গিয়েছে। প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে অভিষেক তখন বলে চলেছেন ‘দলকে ব্ল্যাকমেল করবেন না, সেরকম হলে আজই দল ছেড়ে চলে যান।’ কথাগুলো আজ অভিষেক বললেন বটে কিন্তু বাজারের জল্পনা তো ছিলই। প্রশান্তের করা রিপোর্ট নিয়ে। বহু কাউন্সিলরকেই নেগেটিভ নম্বর দিয়েছেন প্রশান্ত।। সেই কথাই যেন দলের শীর্ষ নেতাদের কথায় উঠে এলো।

advertisement

রাজনৈতিক মহল বলছে, টিকিট না দিলে ‘বিজেপি’তে চলে যাবেন এমন হুমকি বহু কাউন্সিলরই দিচ্ছেন। তাদের কে বার্তা দিতেই এদিন কড়া কথা বললেন অভিষেক।

পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভ ২০১৯-এর লোকসভা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাই সামনের বছর ২০২১-এর ভোটের দিকে তাকিয়ে পুরভোটে হিংসা রুখতে তৎপর শাসক দল। এদিন ও অভিষেক বলেন ‘ভোট লুঠ করে জিতবেন এমন যারা ভাবছেন তাঁরা ভুল ভাবছেন৷ টিকিট পাওয়ার ক্ষেত্রে কাজই যে একমাত্র ভরসা সে কথাও এদিন স্পষ্ট করেছেন দলীয় নেতৃত্ব।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

SOURAV GUHA

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূলের প্রার্থী তালিকায় প্রশান্ত কিশোরের ছায়া? জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল