এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন, ‘‘আবাসে সুপার চেকিং চলছে। এর পরেও কারও কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে। কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত। তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে। সংশোধিত তালিকা আবাসের থাকবে। এর পরেও যদি কারও কোনও আপত্তি থাকে। কিছু বলার থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন।’’
advertisement
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ব্লক স্তরে চেকিং করা হচ্ছে। সেখানে কোনও সন্দেহ থাকলে, তখন সেই আবাসের বিষয় ‘অন হোল্ড’ করা হয়। তখন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ের আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর পরেই হবে সুপার চেকিং মোতাবেক তালিকা। সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে।
সেই তালিকা দেখেও যদি কারও সন্দেহ থাকে, তাহলে ফের পরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে। প্রয়োজনে রাজ্যের থেকে যাওয়া আধিকারিকরা সেটা দেখবেন।
তবে রাজ্য পরিষ্কার করে দিয়েছে, সমীক্ষক দলের সদস্যরা নতুন নাম তুলতে পারেন না। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী মারফত যারা জানিয়েছেন, তাদেরও তালিকার বিষয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে যাদের বাড়ি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও পর্যবেক্ষণ করা হবে।