TRENDING:

Awas Yojana: আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর

Last Updated:

Awas Yojana: আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ‍্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ এবার শুরু হল আবাসের সুপার চেকিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ‍্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ এবার শুরু হল আবাসের সুপার চেকিং। এই নিয়ে মঙ্গলবার বিশেষ ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
advertisement

এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন, ‘‘আবাসে সুপার চেকিং চলছে। এর পরেও কারও কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে। কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত। তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে। সংশোধিত তালিকা আবাসের থাকবে। এর পরেও যদি কারও কোনও আপত্তি থাকে। কিছু বলার থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন।’’

আরও পড়ুন: রোঁয়া ওঠা, ঢিলে হওয়ার ভয় নেই, ঘষাঘষি ছাড়াই নিমেষে পরিষ্কার হবে শীতের পোশাক! ৫ উপায়ে সোয়েটারের জেদি দাগও মিনিটে গায়েব

advertisement

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ব্লক স্তরে চেকিং করা হচ্ছে। সেখানে কোনও সন্দেহ থাকলে, তখন সেই আবাসের বিষয় ‘অন হোল্ড’ করা হয়। তখন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ের আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর পরেই হবে সুপার চেকিং মোতাবেক তালিকা। সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে।

advertisement

সেই তালিকা দেখেও যদি কারও সন্দেহ থাকে, তাহলে ফের পরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে। প্রয়োজনে রাজ্যের থেকে যাওয়া আধিকারিকরা সেটা দেখবেন।

আরও পড়ুন: সকাল-সন্ধ‍্যে চুমুক দেওয়ার আগে সাবধান! কখন খাচ্ছেন চা-কফি? ভুল সময় খেলেই শরীরের দফারফা, দিনের এই ৩ সময় একেবারেই ছোঁবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে রাজ্য পরিষ্কার করে দিয়েছে, সমীক্ষক দলের সদস্যরা নতুন নাম তুলতে পারেন না। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী মারফত যারা জানিয়েছেন, তাদেরও তালিকার বিষয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে যাদের বাড়ি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও পর্যবেক্ষণ করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Awas Yojana: আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল