SIR আবহে নাগরিকত্ব দেওয়া নিয়ে মতুয়াদের একাংশের উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ যখন সামনে আসতে শুরু করেছে, সেই আবহেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করবেন মতুয়া অধ্যুষিত রানাঘাটের তাহেরপুরে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে SIR আবহে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে CAA, নাগরিকত্ব প্রসঙ্গও। এরই মধ্যে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কি কোনও আশ্বাস দেবেন তিনি? তুঙ্গে উঠছে সেই জল্পনা।
advertisement
শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ীও। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সেরে প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন রানাঘাট-বনগাঁকে, কী বার্তা থাকবে বাংলার মানুষের জন্য, সে দিকেই নজর রাজনৈতিক শিবিরের।
আজ সকাল ১১ টা নাগাদ নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুর নেতাজি পার্কের হেলিপ্যাডে নেমে প্রায় ₹৩২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা বারোটা নাগাদ জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ভারতের ‘১০০০ টাকা’ কোন দেশে প্রায় ‘৩ লাখ’ টাকার সমান…? চমকে দেবে ‘উত্তর’, শিওর!
কী কী প্রকল্পের উদ্বোধন :
২০ ডিসেম্বর, শনিবার নদিয়া জেলার তাহেরপুর (রানাঘাট)-এ ১) জাতীয় সড়ক ১২ (NH-12)-এর বারাসত–বারাজাগুলি অংশের চার লেনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ২) জাতীয় সড়ক ১২ (NH-12)-এর বরজাগুলি–কৃষ্ণনগর অংশের চার লেনের প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। এরপর বেলা একটা নাগাদ তাহেরপুর নেতাজি পার্ক সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কলকাতা বিমানবন্দর হয়ে প্রধানমন্ত্রী গুয়াহাটি যাবেন।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে দু’টি পোস্ট করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক সভা আর রাজনৈতিক সভার কথা আলাদা ভাবে জানিয়েছেন। প্রথম পোস্টে লিখেছেন, ‘‘২০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’ তার পরে জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্প দু’টির উল্লেখ করেছেন এবং লিখেছেন, ‘‘এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।’’
তবে মোদির দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘‘দুপুরে আমি রানাঘাটে বিজেপির জনসভায় ভাষণ দেব। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে একইসঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের লুটপাট ও ভীতিপ্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। সেই কারণেই আজ বিজেপিই মানুষের একমাত্র আশা-ভরসা।’’ এক্স হ্যান্ডলে মোদির এই পোস্ট আভাস দিয়েছে, শনিবার তাহেরপুরের জনসভা থেকে মোদীর ভাষণ কেমন হতে পারে।
