ফ্রিজের বোঁটকা গন্ধ ভ্যানিশ...! মুঠোয় থাকবে ইলেকট্রিক বিল, পরিষ্কারের জলে জাস্ট মেশান কয়েক ফোঁটা ভিনিগার আর ৩ 'জিনিস', দেখুন রেজাল্ট!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fridge Tips: জানেন কী নিয়মিত ফ্রিজ পরিষ্কার রেখে আপনি এর ক্ষতি রোধ করতে পারবেন আবার একইসঙ্গে বিদ্যুৎ বিলও সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ ভাল করে ফ্রিজ পরিষ্কারের মধ্যেই লুকিয়ে আছে ফ্রিজটি দীর্ঘদিন ভাল ও কার্যকরী রাখার সিক্রেট। আবার এই একই ভাবে বাঁচে মাসের হাজার হাজার টাকার বিদ্যুৎ খরচও। আজ এই প্রতিবেদনে আমরা শেয়ার করব, কী ভাবে ছোট্ট কিছু কাজ করেই আপনার বাড়ির ফ্রিজটি নিরাপদ রাখা যায়।
advertisement
advertisement
কিন্তু জানেন কী নিয়মিত ফ্রিজ পরিষ্কার রেখে আপনি এর ক্ষতি রোধ করতে পারবেন আবার একইসঙ্গে বিদ্যুৎ বিলও সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ ভাল করে ফ্রিজ পরিষ্কারের মধ্যেই লুকিয়ে আছে ফ্রিজটি দীর্ঘদিন ভাল ও কার্যকরী রাখার সিক্রেট। আবার এই একই ভাবে বাঁচে মাসের হাজার হাজার টাকার বিদ্যুৎ খরচও। আজ এই প্রতিবেদনে আমরা শেয়ার করব, কী ভাবে ছোট্ট কিছু কাজ করেই আপনার বাড়ির ফ্রিজটি নিরাপদ রাখা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







