বলা বাহুল্য, এ রাজ্যের বিজেপি নেতারা বারবারই দুর্নীতির অভিযোগে সরব হন। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে শাসক দল তৃণমূলকে নিশানা করে হামেশাই সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের একাধিক নেতা। আর এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোবাইল ফোনে কথোপকথনেও মোদির মুখে উঠে এল দুর্নীতির প্রসঙ্গ।
advertisement
আরও পড়ুন– এই ৬ গাছ ভুলেও নিজের বাগানে লাগাবেন না, সাপ টেনে আনতে এদের জুড়ি মেলা ভার!
এ ব্যাপারে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য বললেন, ‘‘দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি । নরেন্দ্র মোদি প্রান্তিক জনগণের কথা চিন্তা করেন । মানুষের যে টাকা লুঠ হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা সেটা প্রধানমন্ত্রী ফেরত দেওয়ার কথা যখন রাজ্যের মানুষকে বলেছেন তখন তিনি কথা রাখবেনই। এটা মোদির গ্যারান্টি।’’