প্রসঙ্গত আজ সরকারি বেশ কিছু কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে কলকাতা আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা ছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়ায় অনুষ্ঠানের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও ছিল তাঁর। তবে শতায়ু মায়ের প্রয়াণের খবরে সকালবেলাতেই তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। স্বভাবতই কলকাতায় থাকা প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে তৈরি হল বেশ কিছুটা ধোঁয়াশা। তবে এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সবকটি অনুষ্ঠানই তার পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দিতে পারেন বলে খবর সংবাদ সংস্থা সূত্রে।
advertisement
আরও পড়ুন: কেমন ছিলেন হীরাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লগেই ধরা পড়েছিল সেই আশ্চর্য কাহিনি
আরও পড়ুন: ন্যূনতম ভাড়া কত Vande Bharat-এর? পূর্ব ভারতের দ্রুততম ট্রেনের সময়সূচি দেখে নিন
শুক্রবার সকালেই ছ'টা দুই মিনিটে ট্যুইট করে মায়ের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিতে প্রদীপ হাতে বসে আছেন হীরাবেন। ওই ছবিতেই কিছুটা আবেগপ্রবণ প্রধানমন্ত্রী এই দুঃসংবাদ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী লেখেন, "ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু। মায়ের মধ্যে আমি সবসময় তিনটি স্বত্বা অনুভব করতে পেরেছি - যার মধ্যে রয়েছে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।"
১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদির মা হীরাবেন। চলতি বছর গান্ধিনগরে শততম জন্মদিন পালন করেছিলেন তিনি। সেইসময় মায়ের সঙ্গে গান্ধিনগরে এসে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। মায়ের প্রয়াণের পর সেদিনের স্মৃতিচারণও করলেন তিনি। ট্যুইটারেই তিনি বলেন, ‘শততম জন্মদিনে যখন দেখা করেছিলাম, তখন মা একটা কথা বলেছিলেন। যা আমি চিরকাল মনে রাখব। মা বলেছিলেন, "বুদ্ধি দিয়ে কাজ কর, পবিত্রতার সঙ্গে জীবনযাপন কর।"