এই বাজারের এক আলু পেঁয়াজ বিক্রেতা, ডালার নীচে লুকিয়ে রেখেছেন ৭৫ মাইক্রনের নিচে প্ল্যাস্টিক জাত ক্যারি ব্যাগ। সুযোগ পেলেই তাতেই জিনিস দিচ্ছেন ক্রেতাদের। ‘দোকানদার দিচ্ছে, তাই নিচ্ছি’- সটান উত্তর ক্রেতার। এই ভাবেই মানিকতলা বাজারে এখনও চলছে অবাধ ব্যবহার নিষিদ্ধ ক্যারি ব্যাগের।
আরও পড়ুন: পেটে সাত মিলিমিটারের ক্ষত, উইম্বলডন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল!
advertisement
শুধু মানিকতলা বাজার কেন! দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারেও অসচেতনতার ছবি।চলছে ক্রেতা বিক্রেতার দোষারোপ, সুযোগ পেলেই ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারি ব্যাগ। এমন এক ক্রেতা তো সরাসরি নিয়ে পৌঁছে গেলেন বিক্রেতার কাছে। সংবাদমাধ্যম দেখে ক্ষমাও চাইলেন বিক্রেতা। আরও এক বিক্রেতাকে প্রশ্ন করতেই সটান দৌড় দিলেন ব্যাগ কিনে আনতে। আবার কেউ কেউ সামনে রাখছেন ৭৫ মাইক্রনের ক্যারি ব্যাগ, আর লুকিয়ে রাখছেন নিষিদ্ধ ক্যারি ব্যাগ, তাদের যুক্তি অল্প কিছু পড়ে আছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: 'হবু বাবা' ডাক শুনে কী কী বললেন রণবীর কাপুর? ভিডিও তুমুল ভাইরাল
গড়িয়াহাটের এক বিক্রেতা তো সরাসরি দোষ দিয়ে বসলেন, পাইকারি বাজার থেকেই দিচ্ছে এই ক্যারি ব্যাগ। কোনও কোনও ক্রেতা তো বলেই দিচ্ছেন, এত দিনের অভ্যাস, বদলে ফেলতে সময় লাগবে। এই ভাবেই এখনও কোথাও প্রকাশ্যে, কোথাও লুকিয়ে চলেছে এই ব্যবহার। পুরসভার থেকে শুরু হয়েছে অভিযানও। প্রচার তো থাকবেই, কিন্তু প্রশ্ন থাকছে পরিবেশ বাঁচানোর তাগিদ কি রয়েছে শহরবাসীর?