উদ্বোধনে মমতা বলেন, ‘‘আমরা তিনটে উড়ালপুল এর প্ল্যান করেছি। টাকা হলে করবো। টালা থেকে ডানলপ, পাইকপাড়া থেকে শিয়ালদহ, এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে যশোর রোড৷’’ টালা সেতুর পরিকল্পনা নিয়ে মমতা বলেন, ‘‘এলাকাবাসিকে ধন্যবাদ জানাই, যাঁরা পূর্ন সহযোগিতা করেছেন। ফুটপাত, সার্ভিস রোড নিয়ে কিছু ইস্যু আছে। আমি পূর্ত দফতরকে বলব, তিন মাসের মধ্যে দেখে নিতে। এ বারে আকারে সেতু অনেক বড় হচ্ছে৷ আগে ছিল এটা দু’লেন, এখন চার লেন হল৷ ব্রিজ তৈরি করতে ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের রেলকেও টাকা দিতে হয়েছে। ভেবেছিলাম রেল ছাড় দেবে। কিন্তু রেল, এই ব্রিজটা ভেঙে দেওয়ার জন্য ৯০ কোটি টাকা নিয়েছে৷’’
advertisement
আরও পড়ুন: অর্পিতা মা হতে চেয়েছে শুনে আকাশ থেকে পড়লেন মা! তারপরেই বিস্ফোরণ!
আরও পড়ুন: কমিশনের 'ভাবমূর্তি' উজ্জ্বল করতে 'বড়' পদক্ষেপ। স্বচ্ছতা বাড়াতে মরিয়া এসএসসি চেয়ারম্যান
মমতা বলেন, ‘‘আজকের দিনে পুজোর আগে এটা আপনাদের কাছে বড় উপহার। আমি একটা প্রবলেম দেখেছিলাম, মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে। কী ভাবে ঘুরে ঘুরে যেতে হত বেহলারা লোকদের। টালা ব্রিজ যখন ভাঙতে রেল চার মাস সময় নিয়েছিল। আমি বলেছিলাম, তাড়াতাড়ি কাজটা করো।’’ সেই কাজ সম্পন্ন হয়েছে, সেই কারণে সকলকে ধন্যবাদ জানান মমতা৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল