TRENDING:

রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, এটাই কি 'আচ্ছে দিন', প্রশ্ন ক্ষুব্ধ ক্রেতাদের

Last Updated:

তেল গরম, বাজার আগুন। মাছ-সবজি, ফলে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তেল গরম, বাজার আগুন। মাছ-সবজি, ফলে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন?
advertisement

টানা ১৪ দিন ধরে রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। যাঁর আচ পড়েছে বাজারে। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: মহেশতলায় উপনির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

গত ১৩ মে থেকে এই রবিবার, প্রতিদিন বেড়ছে জ্বালানির দাম।

কলকাতায় ১৩ মে পেট্রোলের দাম ছিল ৭৭ টাকা ৩২ পয়সা। রবিবার তা পৌঁছয় ৮০ টাকা ৮৪ পয়সায়

advertisement

আরও পড়ুন: অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল, জ্বালানি খরচ কমাতে পথ দেখাচ্ছে বায়ো গ্যাস

১৩ মে ডিজেল ছিল ৬৮ টাকা ৬৩ পয়সা। টানা ২ সপ্তাহ বেড়ে বেড়ে রবিবার তা হয়েছে ৭১ টাকা ৬৯ পয়সা

এর জেরে গলা কাটা দাম বাজারে।

মানিকতলা বাজারে

গোটা রুই - ২৮০ টাকা কেজি

চারাপোনা ১২০ থেকে ১৩০ টাকা

advertisement

বড় কাতলা ৪০০

ছোট কাতলা ৩৫০ টাকা

রবিবার অনেকে ভেবেছিলেন ইলিশ কিনবেন। কিন্তু, সেখানেও তো ছ‍্যাঁকা। ইলিশ এ দিন ৮০০ থেকে ১০০০ টাকা কেজি

কম যাচ্ছে না সবজিও। মানিকতলা বাজারে

ঢ‍্যাঁড়শ ২৫ টাকা কেজি

বেগুন ৪০

টমেটো ৩০

ছোট ফুলকপি একেকটা ২০ থেকে ২৫ টাকা

বিনস তো ৮০ টাকা কেজি

advertisement

ঝিঙে তিরিশ টাকা

আম বাঙালি আম কিনতেও দু'বার ভাবছে।

হিমসাগর - ৬০ থেকে ৭০ টাকা কেজি

লিচু ১১০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এই পরিস্থিতিতে, হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বসে নেই রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসছে কৃষি বিপণন দফতর। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতিতে ফঁড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে। কীভাবে নজরদারি চালানো হবে তার রূপরেখা ঠিক হতে পারে সোমবারের বৈঠকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, এটাই কি 'আচ্ছে দিন', প্রশ্ন ক্ষুব্ধ ক্রেতাদের