পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সংক্রান্ত টেন্ডারের কাজগুলি দ্রুত সম্পূর্ণ হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ‘শ্রমশ্রী’ প্রকল্পে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলি থেকে প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিকদের আবেদন আসছে। আবেদনগুলির দ্রুত স্ক্রুটিনি করে তার প্রক্রিয়া শুরু করে দিতে হবে। এই সকল মর্মে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। শনিবার বিকেলে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই এসএসসি পরীক্ষা! সতর্ক প্রশাসন, পরীক্ষার্থীদের সাহায্যের জন্য খোলা হল কন্ট্রোল রুম
মাত্র ২৬ দিনে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মানুষের যোগদান ছুঁয়ে ফেলেছে এক কোটির গণ্ডি। অর্থাৎ, এক কোটির বেশি মানুষ ২৬ দিনে এই প্রকল্পের শিবিরে যোগ দিয়েছেন। গত শুক্রবার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবকেরা বুথে বুথে নানা সমস্যা খতিয়ে দেখে কী ভাবে সমাধান সম্ভব, তার রূপরেখা তৈরি করছেন। রাজ্য সরকারের এই আর্থিক ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে নারী-পুরুষ ভেদে বাংলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রাজ্যের মানুষের জন্য আরও শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলেছে বলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে জানান মুখ্যমন্ত্রী।