Amader Para Amader Somadhan: জেলায় জেলায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান'-এর গাইডলাইন দিল নবান্ন! রাজ্যে কবে চালু এই প্রকল্প?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Amader Para Amader Somadhan: "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচিতে নিকাশিতেই বিশেষ গুরুত্ব। নিকাশি ব্যবস্থার পাশাপাশি পাড়ায় পাড়ায় নোংরা পরিষ্কার করার জন্য বিশেষ গুরুত্ব এই কর্মসূচিতে।
কলকাতাঃ “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে নিকাশিতেই বিশেষ গুরুত্ব। নিকাশি ব্যবস্থার পাশাপাশি পাড়ায় পাড়ায় নোংরা পরিষ্কার করার জন্য বিশেষ গুরুত্ব এই কর্মসূচিতে। “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পে গাইড লাইন দিল জেলায় জেলায় নবান্ন।
আরও পড়ুনঃ বরফের মতো পা ঠান্ডা সারাদিন? কেন হচ্ছে এরকম? বড় কোনও রোগের সঙ্কেত নয় তো!
১৪ টি কাজকে বিশেষ অগ্রাধিকার দিতে বলল নবান্ন এই কর্মসূচির অধীনে। নিকাশি ব্যবস্থার পাশাপাশি জল সরবরাহ, পাড়ায় পাড়ায় আলো, এলাকায় এলাকায় শৌচাগার, আইসিডিএস কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন, প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়ন, এলাকায় থাকা জলাশয় ও কুকুরগুলির সৌন্দর্যায়ন এবং সংস্কার সাধন, আবর্জনা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় ভ্যাট তৈরি-সহ এলাকায় এলাকায় আবর্জনা পরিষ্কার এ নজর, পাড়ায় পাড়ায় বিশ্রামাগার তৈরি, বাজারগুলি পরিকাঠামোর সংস্কার-সহ একাধিক কাজকে গুরুত্ব দিতে বলল জেলাশাসকদের নবান্ন।
advertisement
advertisement
আগামী ২ অগাস্ট থেকে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি শুরু হচ্ছে জেলায় জেলায়। এই ১৪ টি কাজের পাশাপাশি আরও যদি কোন কাজ থাকে সেটাও করতে হবে বলেও জানালো নবান্ন। ২রা অগাস্ট থেকে শুরু হয়ে ৩রা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প চলবে এই কর্মসূচির। আগামী বছরের ১৫ই জানুয়ারির মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করে দিতে হবে বলে গাইডলাইন দেওয়া হল। বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকা করে বরাদ্দের ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 11:36 AM IST