কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷ সকাল সাড়ে দশটা নাগাদ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই রাজ্যের মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়৷
আরও পড়ুন: কেমন জীবনযাপন? কীভাবে পৌঁছলেন হিমশৈলের চূড়ায়? চর্চায় অধ্যাপিকা মোনালিসা দাস
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! চুপিসারে বন্ধু নিয়ে বাড়ি ঢুকল বৌমা, শাশুড়িকে অজ্ঞান করে টাকা-সোনা নিয়ে ধাঁ
এরপর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, 'আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পরীক্ষা করেছি, তাঁর রক্ত পরীক্ষাও করা হয়েছে৷ তাঁর বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে৷ থাইরয়েড, কিডনি, ওবেসিটির সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন তিনি৷ তবে কোনওটাই গুরুতর নয়৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এই সব সমস্যার জন্য তিনি অনেকদিন ধরেই ওষুধ খাচ্ছেন৷ কী কী ওষুধ খেতে হবে, তা তাঁকে বলে দেওয়া হয়েছে৷ আমরা তাঁকে খুব শিগগিরই ছুটি দিয়ে দিচ্ছি৷ তাঁর শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টও আমরা হাইকোর্টে জমা দিচ্ছি৷'
সূত্রের খবর, এরপরেই ঠিক হয় রাতের ফ্লাইটে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হবে। কিন্তু ঘণ্টাখানের মধ্যেই বদলে যায় সিদ্ধান্ত। ইডি সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ রাতে কলকাতায় ফেরানো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার সকালের বিমানে তাঁকে ফের কলকাতায় উড়িয়ে আনা হবে।